ফ্যাশন ডিজাইন পড়ার যোগ্যতা - ফ্যাশন ডিজাইন ইউনিভার্সিটি কোথায়
ফ্যাশন ডিজাইন পড়ার যোগ্যতা সম্পর্কে জানতে চান? তাহলে আজকের এই পোস্টটি আপনার
জন্য। বর্তমানে ফ্যাশন ডিজাইনারদের চাহিদা অনেক। আপনার যদি ডিজাইন সম্পর্কে
ভালো আইডিয়া থাকে অর্থাৎ আপনার মধ্যে নতুন ক্রিয়েটিভিটি থাকলে অবশ্যই
আপনার ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশুনা করা উচিত। আজকে আপনারা ফ্যাশন ডিজাইন কি
এবং ফ্যাশন ডিজাইনার এর বেতন কত এই সম্পর্কে জানতে পারবেন। তবে চলুন জেনে
নেওয়া যাক ফ্যাশন ডিজাইন পড়ার যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য।
আরো পড়ুনঃ ভিটামিন সিরাপ কোনটা ভাল জেনে নিন
সূচিপত্রঃ ফ্যাশন ডিজাইন পড়ার যোগ্যতা
- ফ্যাশন ডিজাইন কি
- ফ্যাশন ডিজাইন পড়ার যোগ্যতা
- ফ্যাশন ডিজাইন ইউনিভার্সিটি কোথায়
- ফ্যাশন ডিজাইন পড়ার খরচ
- ফ্যাশন ডিজাইন কোর্স বাংলাদেশ
- সরকারি ফ্যাশন ডিজাইন কলেজ
- ফ্যাশন ডিজাইনার এর বেতন
- শেষ কথাঃ ফ্যাশন ডিজাইন পড়ার যোগ্যতা
ফ্যাশন ডিজাইন কি
সাধারণত নিত্য নতুন নান্দনিক ও বৈচিত্র্যময় পোশাক তৈরিতে ফ্যাশন ডিজাইন
বোঝায়। কিন্তু আমরা যদি ফ্যাশন ডিজাইনের হতে চাই তাহলে আমাদেরকে এইটুকু
বুঝলেই ফ্যাশন ডিজাইনার হওয়া যাবে না। পোশাক তৈরি করা যদি ফ্যাশন ডিজাইনার
হয় তাহলে আমরা একজন দর্জিকে কেন ফ্যাশন ডিজাইনার বলি না আর ফ্যাশন
ডিজাইনটাই বা কি?
দূর দিকে আমরা ফ্যাশন ডিজাইনের বলি না এই কারণে যে দর্জি আপনার পোশাক তৈরি
করে দিচ্ছে কিন্তু সে কোন সমস্যা খুঁজে বের করছে না এবং আপনি যদি ভাল
ফ্যাশন ডিজাইনার হতে চান, তাহলে আপনাকে ফ্যাশন ডিজাইনিং কি বা কাকে বলে বা
ফ্যাশন ডিজাইন বলতে আমরা কি বুঝি ফ্যাশন ডিজাইন এর কাজ কি এই বিষয়গুলো
জানতে হবে।
ডিজাইন মানে হচ্ছে কোন সমস্যার সমাধান করা। এর মানে হচ্ছে আপনি যেই বিষয়ে
কাজ করছেন এবং যেই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্টের সমস্যা খুজে
বের করা এবং সেই সমস্যার সমাধান গুলো বের করা।
আর আপনার কাজ যদি হয় ফ্যাশন ডিজাইন তাহলে আপনাকে ফ্যাশন ডিজাইন সম্পর্কিত
সমস্যাগুলো খুঁজে বের করতে হবে এবং সেই সমস্যার সমাধান করতে হচ্ছে। অর্থাৎ
আমরা নিয়মিত যে সকল পোশাক গুলো পড়ছি তার মধ্যে থেকে নতুনত্ব নিয়ে আসাকেই
ফ্যাশন ডিজাইন বলে।
আমরা এক পোশাক পড়ে যেমন সব ধরনের কাজ করতে পারি না। তেমনি করেই ফ্যাশন
ডিজাইন হচ্ছে তেমন কিছু সমস্যা গুলো খুঁজে বের করে নতুন কিছু উদ্ভাবন করা।
ফ্যাশন ডিজাইন পড়ার যোগ্যতা
ফ্যাশন ডিজাইন পড়ার যোগ্যতা সাধারণত এসএসসি বা সমমান পরীক্ষায় যেকোন
বিষয়ে ৩.০০ এর উপরে থাকলে আপনি যেকোনা ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউটে ভর্তি
হওয়ার জন্য আবেদন করতে পারবেন। ফ্যাশন ডিজাইনের কোর্স সাধারণত ৪ বছর
মেয়াদী হয়ে থাকে। আপনি ফ্যাশন ডিজাইন নিয়ে ৪ বছর মেয়াদী অনার্স বা
ডিপ্লোমা কোর্স যেকোনো একটি করতে পারবেন। বাংলাদেশে সরকারি এবং বেসরকারি
অনেকগুলো ফ্যাশন ডিজাইন শেখার প্রতিষ্ঠান রয়েছে।
ফ্যাশন ডিজাইন ইউনিভার্সিটি কোথায়
ফ্যাশন ডিজাইন ইউনিভার্সিটি কোথায় ভালো হবে এক নজরে দেখে নিনঃ
১. বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল (BUTeX)
- ঠিকানা: 92 শহীদ তাজউদ্দীন আহমদ এভিনিউ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - 1208, বাংলাদেশ
- ফোন: +88 02 911 4260
- ফ্যাক্স: +88 02 9124255
- ইমেইল: info@butex.edu.bd
- ওয়েবসাইট: https://www.butex.edu.bd/
আবেদন ও ভর্তি প্রক্রিয়া: B.Sc ফ্যাশন এবং ডিজাইন ডিগ্রী অর্থাৎ
অনার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। বুটেক্স এ ভর্তির জন্য শুধুমাত্র
এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীরাই আবেদন
করতে পারবে। আর আবেদনকারী শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে মেধা
ক্রম অনুযায়ী ভর্তি নেওয়া হবে।
২. বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (BUFT)
- ঠিকানা: এসআর টাওয়ার, 105 উত্তরা মডেল টাউন, সেক্টর 7, ঢাকা-1230
- টেলিফোন: 58950986, 58950987 এবং 48950535
- ইমেইল: info@buft.edu.bd
- ওয়েবসাইট: http://buft.edu.bd/
আবেদন ভর্তি প্রক্রিয়া: বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজি
তে B.Sc. ফ্যাশন ডিজাইন ও প্রযুক্তিতে (FDT)
এবং M.Sc. ফ্যাশন ডিজাইনে ভর্তি হতে পারবেন। এইচএসসি বা সমমানের
পরীক্ষায় ভালো জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবে।
আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে মেধাক্রম
অনুযায়ী ভর্তির সুযোগ প্রদান করা হবে।
৩. ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ
(NITER)
- ঠিকানা: নয়ারহাট, সাভার, ঢাকা ১৩৫০
- মোবাইল: (+88) 01755-060275
- ফ্যাক্স: (+88) 02-7791972
- ইমেইল: info@niter.edu.bd
- ওয়েব: https://niter.edu.bd/
- অধিভুক্তি: ঢাকা বিশ্ববিদ্যালয়
আবেদন ও ভর্তি প্রক্রিয়া: এই ইনস্টিটিউট টি বাংলাদেশ
টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)" এবং বাংলাদেশ সরকারের বস্ত্র ও
পাট মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি সরকারি প্রতিষ্ঠান।
এখানে B.Sc. ফ্যাশন ডিজাইন এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে
পারবেন।
4. শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি
(SMUCT)
- ঠিকানা: বাড়ি# 01, রোড# 14, সেক্টর# 13, উত্তরা, ঢাকা-1230,
- ফোন: +88 02 7912713, +88 02 7912714
- ফ্যাক্স: +88 8915308
- মোবাইল: +880 1988 88 77 00 – 18
- ইমেইল: info@smuct.edu.bd,
- ওয়েবসাইট: www.smuct.edu.bd
আবেদন ও ভর্তি প্রক্রিয়া: ফ্যাশন ডিজাইন এবং
প্রযুক্তিতে স্নাতক (অনার্স) এবং ফ্যাশন ডিজাইনে মাস্টার অফ আর্টস
এ ভর্তি হতে পারবেন।
৫. বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফ্যাশন এবং ডিজাইন প্রযুক্তি
- ঠিকানা: 3/GA, Shyamoli, Road No -1, Dhaka-1207, Bangladesh
- মোবাইল: 01915-670540, 01629-171717, 01629-181818
- ওয়েবসাইট: www.difdt.com
ফ্যাশন ডিজাইন পড়ার খরচ
ফ্যাশন ডিজাইন পড়ার খরচ সাধারণত প্রতিষ্ঠান ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ফ্যাশন ডিজাইন পড়ার খরচ অনেক কম।
বাংলাদেশে সরকারি ও বেসরকারি অনেকগুলো ফ্যাশন ডিজাইন কলেজ এবং
বিশ্ববিদ্যালয় রয়েছে। সাধারণত সরকারি বিশ্বিদ্যালয়ে কোর্স ফি অনেক টা কম
হয়ে থাকে।
আর বেসরকারি প্রতিষ্ঠান গুলোতে এর খরচ অনেকটাই বেশি হতে থাকে। বেসরকারি
ফ্যাশন ডিজাইনিং ইউনিভার্সিটি গুলোতে আপনার টিউশন ফি বাবদ ৪ বছরের অনার্স
কোর্স করতে ৪ লাখ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত লাগে। এর বাদেও থাকা খাওয়া এবং
অন্যান্য খরচ তো আছেই।
তাই বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইন পড়ার খরচ সম্পূর্ণ আপনার ওপর
নির্ভর করবে। এছাড়াও জাতীয় বিশ্বিদ্যালয়ে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশুনা
করতে গেলে সেক্ষেত্রে আপনার ২ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত লাগতে পারে।
এছাড়াও ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ার জন্য ডিপ্লোমা কোর্স করতে গেলেও আপনাকে
এই বাজেটগুলো হিসেবে রাখতে হবে। তাই একাডেমিক খরচ সহ অন্যান্য খরচ মিলিয়ে
৬ লাখ থেকে ৭ লাখ টাকা খরচ হতে পারে। এছাড়াও কোর্স চলাকালীন সময়ে আরোও
কিছু খরচ বাড়তে পারে।
ফ্যাশন ডিজাইন কোর্স বাংলাদেশ
ফ্যাশন ডিজাইন কোর্স বাংলাদেশ এ সরকারি ও বেসরকারি দুই ধরণের প্রতিষ্ঠান
রয়েছে। ফ্যাশন ডিজাইনার কোর্স করতে হলে অবশ্যই আপনাকে কোনো ভালো
প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। বাংলাদেশে বর্তমানে অনেকগুলো বিশ্ববিদ্যালয়
রয়েছে ফ্যাশন ডিজাইন পড়ার জন্য।
তবে এইগুলোতে চান্স পেতে হলে অবশ্যই আপনাকে এইসএসসি তে জিপিএ ৫.০০ পেয়ে
উত্তীর্ণ হতে হবে। আর চূড়ান্ত ভাবে ভর্তি হতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ
করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি নিজের মেরিট নিয়ে আসতে পারেন তাহলে আপনি
এই বিশ্ববিদ্যালয় গুলোতে ফ্যাশন ডিজাইন শিখতে পারবেন।
অন্যথায় বেসরকারি প্রতিষ্ঠান গুলোতে আপনাকে ভর্তি হতে হবে এই ক্ষেত্রে
আপনার ৪ বছরের অনার্স কোর্স করতে খরচ হবে ৪ লাখ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত।
এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যায়ের অধীনে এই কোর্স করতে ২ লাখ থেকে ৪ লাখ টাকা
পর্যন্ত খরচ হতে পারে।
এছাড়াও একাডেমিক আরও কিছু খরচ হতে পারে। আপনি চাইলে ১ বছরের ডিপ্লোমা
কোর্স করতে পারেন। এতে করে আপনার দক্ষতা বাড়বে এবং নতুন অনেক কিছু শিখতে
পারবেন।
সরকারি ফ্যাশন ডিজাইন কলেজ
সরকারি ফ্যাশন ডিজাইন কলেজ বাংলাদেশে বর্তমানে অনেক রয়েছে। তবে কোন
কলেজগুলো আপনার জন্য ভালো হবে সেটা ভর্তি হওয়ার পূর্বে জেনে নিতে হবে।
কারণ বাংলাদেশে অনেক কলেজ আছে যেখানে ফ্যাশন ডিজাইন কোর্স চালু আছে কিন্তু
প্রকৃতপক্ষে কোনো অভিজ্ঞ কোনো শিক্ষক নেই, যার ফলে সেইগুলো কলেজে ভর্তি
হয়ে কিছুই শিখতে পারেন না। নিচে সরকারি ফ্যাশন ডিজাইন কলেজ গুলোর নাম ও
ঠিকানা দেওয়া হলো।
১. ডিপ্লোমা ইন ফ্যাশন ডিজাইন এন্ড ডেভলপমেন্ট
- ঠিকানা: হাউস নং -০৪, রোড -১২, সেক্টর -০৬, উত্তরা -১২৩০, ঢাকা, বাংলাদেশ।
- মোবাইল: ০১৯১১-৫৬২৬৭৭
- ইমেইল: info@bgmibd.com
২. ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন
- ঠিকানা: হাউস #১১৮, রোড -9/A (নিউ), Shankar, ধানমন্ডি ঢাকা -।
- মোবাইল: ০১৯২১৬৬৮৯৯৯
- ওয়েবসাইট: nid.edu.bd
৩. ঢাকা ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি
- ঠিকানা: মিরপুর রোড, ঢাকা 1216
- ফোন: 01970-008808
৪. অ্যাপারেলস ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (AIFT)
- ঠিকানা: হোসেন টাওয়ার, 103 ঢাকা - ময়মনসিংহ হাওয়াই, ঢাকা 1230
- ফোন: ০১৭৭২-১২৫০১৪
- ওয়েবসাইট: aift.edu.bd
৫. ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি
- ঠিকানা: ৭৪ সি/এ ওয়্যারলেস গেট, ঢাকা ১২১২
- ফোন: ০১৭৩১-২২০০৯৯
- ওয়েবসাইট: http://www.nift.edu.bd/
ফ্যাশন ডিজাইনার এর বেতন
ফ্যাশন ডিজাইনার এর বেতন সাধারণত প্রতিষ্ঠান এবং দক্ষতার ওপর ভিত্তি করে
হয়ে থাকে। আপনি যদি দক্ষ ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনার বেতন আপনি
শুরুতে ভালই পাবেন। শুরুতে একজন ফ্যাশন ডিজাইনার এর বেতন ১৫ হাজার থেকে ২০
হাজার টাকা হয়ে থাকে।
এছাড়াও যদি কাজের মধ্যে দিয়ে নিজের দক্ষতা অর্জন করতে পারে তাহলে
সেক্ষেত্রে বেতন আরও বেশি হয়ে থাকে। একজন অভিজ্ঞ ফ্যাশন ডিজাইনার এর বেতন
৪০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। বড় বড় ফ্যাশন ডিজাইন
প্রতিষ্ঠানে কাজ করলে বেতন ৫০ হাজার টাকার বেশি হয়ে থাকে।
এছাড়াও বাণিজ্যিক প্রতিষ্ঠান গুলোতে যেসব ফ্যাশন ডিজাইনাররা রয়েছেন তাদের
বেতন মূলত বেশি হয়ে থাকে, কারণ তারা আন্তজার্তিক অভিজ্ঞতা সম্পর্কিত
ডিজাইনার তাদের মার্কেটে অনেক চাহিদা। এইজন্য তাদের বেতন ২ লাখ থেকে ৪ লাখ
টাকা পর্যন্ত হয়ে থাকে
ফ্যাশন ডিজাইন পেশা হচ্ছে একটি দক্ষতা ও অভিজ্ঞতার একটি পেশা। এই
পেশায় যে যত দ্রুত দক্ষতা অর্জন করতে পারবে তার বেতন তত বেশি হবে।
শেষ কথাঃ ফ্যাশন ডিজাইন পড়ার যোগ্যতা
বাংলাদেশে ফ্যাশন ডিজাইনারদের অনেক চাহিদা রয়েছে। আপনি যদি সঠিক গাইডলাইন মেনে
ফ্যাশন ডিজাইন কোর্স করে নিজেকে প্রস্তুত করতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনি এটাকেই
ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারবেন। ফ্যাশন ডিজাইন শিখে আপনি সহজেই যেকোনো
গার্মেন্টস এবং ফ্যাশন হাউজে চাকরি করতে পারবেন। তাই তরুণদের জন্য ফ্যাশন ডিজাইন
হতে পারে একটি অন্যতম সেরা ক্যারিয়ার। যার ডিমান্ড গোটা বিশ্বেই রয়েছে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url