কক্সবাজার সম্পর্কে ৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
কক্সবাজার সম্পর্কে সাধারণ জ্ঞান যারা জানতে চান তাদের জন্য এই পোস্টটি অনেক
গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কক্সবাজার সম্পর্কে স্কুল কলেজ ভর্তি পরিক্ষা সহ
বিভিন্ন চাকরির পরিক্ষায় নানা রকম জ্ঞানমূলক প্রশ্ন আসে। তাই আপনারা যারা চাকরির
পরিক্ষা দিবেন বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিবেন তাদের অনেক উপকারে আসবে।
আপনি কক্সবাজার সম্পর্কে সাধারণ জ্ঞান, কক্সবাজার কিসের জন্য বিখ্যাত এবং
কক্সবাজারের পূর্ব নাম কি ছিল এই সকল খুঁটিনাটি বিষয় গুলো সম্পর্কে জানতে পারবেন।
তবে চলুন জেনে নেওয়া যাক কক্সবাজার সম্পর্কে সাধারণ জ্ঞান এবং কক্সবাজারের ইতিহাস
সম্পর্কে বিস্তারিত।
সূচিপত্রঃ কক্সবাজার সম্পর্কে সাধারণ জ্ঞান
- কক্সবাজার সম্পর্কে সাধারণ জ্ঞান
- কক্সবাজার কিসের জন্য বিখ্যাত
- কক্সবাজারের পূর্ব নাম কি
- কক্সবাজার সমুদ্র সৈকত কত কিলোমিটার
- কক্সবাজার জেলার উপজেলা সমূহ
- কক্সবাজার জেলার ইউনিয়ন সমূহ
- কক্সবাজার জেলার থানা কয়টি ও কি কি
- কক্সবাজার জেলার পৌরসভা কয়টি
- কক্সবাজার জেলার জনসংখ্যা কত ২০২৪
- কক্সবাজার জেলার প্রথম জেলা প্রশাসকের নাম কি
- কক্সবাজার জেলার শিক্ষার হার কত
- কক্সবাজার আসন কয়টি
- কক্সবাজার উপজেলা কয়টি
- কক্সবাজার জেলার বিখ্যাত ব্যক্তি
- কক্সবাজার জেলার আয়তন কত
- কক্সবাজার জেলার মানচিত্র
- কক্সবাজারের বিখ্যাত খাবার
- কক্সবাজার জেলার থানার নাম
- কক্সবাজার কোন জেলায় অবস্থিত
- কক্সবাজার জেলার উপজেলা কয়টি
- কক্সবাজার সমুদ্র সৈকত কোথায় অবস্থিত
- কক্সবাজার জেলায় কয়টি উপজেলা আছে
- কক্সবাজার কি জন্য বিখ্যাত
- কক্সবাজার সম্পর্কে ১০ টি বাক্য
- কক্সবাজারের বিখ্যাত পণ্য
- কক্সবাজার থানা কয়টি
- কক্সবাজারে কি কি পাওয়া যায়
- কক্সবাজারের ইতিহাস
- কক্সবাজার সম্পর্কে তথ্য
- কক্সবাজার জেলার থানা কয়টি
- টেকনাফ কিসের জন্য বিখ্যাত
- শেষ কথাঃ কক্সবাজার সম্পর্কে সাধারণ জ্ঞান
কক্সবাজার সম্পর্কে সাধারণ জ্ঞান
কক্সবাজার সম্পর্কে সাধারণ জ্ঞান গুলো আপনার জানা জরুরী। কারণ একটি দেশের
জেলা সম্পর্কে কিছু সাধারণ তথ্য আপনার জানার ইচ্ছাকে আরও বিকাশিত করবে। তাই
নিচে কক্সবাজার জেলা সম্পর্কে ৫০ টির মত সাধারণ জ্ঞান গুলো জেনে নিন।
কক্সবাজার কিসের জন্য বিখ্যাত
কক্সবাজার কিসের জন্য বিখ্যাত জানতে চান? কক্সবাজার নৈসর্গিক সৌন্দর্যের জন্য
খুবই বিখ্যাত। কক্সবাজারে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত। আর এই
সমুদ্র সৈকত প্রায় ১২০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
কক্সবাজারের পূর্ব নাম কি
কক্সবাজারের পূর্ব নাম কি এটা অনেকেই সঠিক জানেন না, এককে জন একেটা নাম বলে
থাকেন। কক্সবাজারের পূর্ব নাম হচ্ছে পালংকী। কক্সবাজার প্রাচীনকালে প্যানোয়া
নামেও পরিচিত ছিল। প্যানোয়া শব্দের অর্থ হচ্ছে "হলুদ ফুল"। সেই সময় এই
এলাকার আশেপাশে অনেক হলুদ ফুল ছিল। এছাড়াও ব্রিটিশ শাসন আমলে ইংরেজ অফিসার
ক্যাপ্টেন হিরাম কক্স ১৭৯৯ সালে এই এলাকায় একটি বাজার স্থাপন করেন। যেটা
পরবর্তীতে কক্স সাহেবের নামের সাথে মিল রেখে স্থানীয়রা এই বাজারকে কক্সবাজার
বলে ডাক দিতেন। এভাবেই ধীরে ধীরে পালংকী থেকে কক্সবাজার নামের সূচনা ঘটে।
কক্সবাজার সমুদ্র সৈকত কত কিলোমিটার
কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১২০ কিঃমিঃ বা ৭৫ মাইল। কক্সবাজারের এই
সমুদ্র সৈকতটি সম্পূর্ণ মালুময় এবং পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত।
কক্সবাজার জেলার উপজেলা সমূহ
কক্সবাজার জেলার উপজেলা সমূহ মোট ৯টি। নিচে কক্সবাজার জেলার উপজেলা সমূহ দেখে
নিন
ক্রমিক নং | উপজেলা | আয়তন (বর্গকিমি) |
---|---|---|
১. | কক্সবাজার সদর | ১৪০.২৩ বর্গকিমি |
২. | উখিয়া | ২৬১.৮০ বর্গকিমি |
৩. | কুতুবদিয়া | ২১৫.৮০ বর্গকিমি |
৪. | চকরিয়া | ৫০৩.৭৮ বর্গকিমি |
৫. | টেকনাফ | ৩৮৮.৬৮ বর্গকিমি |
৬. | পেকুয়া | ১৩৯.৬৮ বর্গকিমি |
৭. | মহেশখালী | ৩৮৮.৫০ বর্গকিমি |
৮. | রামু | ৩৯১.৭১ বর্গকিমি |
৯. | ঈদগাঁও | ১১৯.৬৬ বর্গকিমি |
কক্সবাজার জেলার ইউনিয়ন সমূহ
কক্সবাজার জেলার ইউনিয়ন সমূহ হচ্ছে মোট ৭১টি। কক্সবাজার জেলার ইউনিয়ন সমূহ
গুলোর মধ্যে সর্বোচ্চ ১৮টি ইউনিয়ন পরিষদ চকরিয়া উপজেলায় এবং সর্বনিন্ম ৫টি
করে ইউনিয়ন পরিষদ রয়েছে উথি য়া, কক্সবাজার সদর এবং ঈদগাঁও উপজেলায়।
কক্সবাজার জেলার ইউনিয়ন গুলোর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৫টি, উথিয়া
উপজেলায় ৫টি , কুতুবদিয়া উপজেলায় ৬টি, চকরিয়া উপজেলায় ১৮ টি, টেকনাফ
উপজেলায় ৬টি, পেকুয়া উপজেলায় ৭টি, মহেশখালী উপজেলায় ৮টি, রামু উপজেলায়
১১টি এবং ঈদগাঁও উপজেলায় ৫টি ইউনিয়ন রয়েছে।
১. কক্সবাজার সদর উপজেলার ইউনিয়ন সমূহ ৫টিঃ
- চৌফলদণ্ডী
- ভারুয়া খালী
- পি.এম.খালী
- খুরুশকুল
- ঝিলংজা
২. উখিয়া উপজেলার ইউনিয়ন সমূহ ৫টিঃ
- জালিয়াপালং
- রত্নাপালং
- হলদিয়াপালং
- রাজাপালং
- পালংখালী
৩. কুতুবদিয়া উপজেলার ইউনিয়ন সমূহ ৬টিঃ
- উত্তর ধুরুং
- দক্ষিণ ধুরুং
- লেমশীখালী
- কৈয়ারবিল
- বড়ঘোপ
- আলী আকবর ডেইল
৪. চকরিয়া উপজেলার ইউনিয়ন সমূহ ১৮টিঃ
- হারবাং
- বড়ইতলী
- কৈয়ারবিল
- বমু বিলছড়ি
- সুরাজপুর মানিকপুর
- পূর্ব বড় ভেওলা
- কাকারা
- ফাঁসিয়াখালী
- লক্ষ্যারচর
- চিরিঙ্গা
- সাহারবিল
- ভেওলা মানিকচর
- পশ্চিম বড় ভেওলা
- বদরখালী
- ঢেমুশিয়া
- ডুলাহাজারা
- খুটাখালী
- কোনাখালী
৫. টেকনাফ উপজেলার ইউনিয়ন সমূহ ৬টিঃ
- হোয়াইক্যং
- হ্নীলা
- টেকনাফ সদর
- সাবরাং
- বাহারছড়া
- সেন্টমার্টিন
৬. পেকুয়া উপজেলার ইউনিয়ন সমূহ ৭টিঃ
- রাজাখালী
- টৈটং
- বারবাকিয়া
- পেকুয়া
- মগনামা
- উজানটিয়া
- শীলখালী
৭. মহেশখালী উপজেলার ইউনিয়ন সমূহ ৮টিঃ
- মাতারবাড়ী
- ধলঘাটা
- কালারমারছড়া
- শাপলাপুর
- হোয়ানক
- বড় মহেশখালী
- কুতুবজোম
- ছোট মহেশখালী
৮. রামু উপজেলার ইউনিয়ন সমূহ ১১টিঃ
- ঈদগড়
- গর্জনিয়া
- কচ্ছপিয়া
- কাউয়ারখোপ
- ফতেখাঁরকূল
- জোয়ারিয়ানালা
- রাজারকূল
- দক্ষিণ মিঠাছড়ি
- খুনিয়াপালং
- চাকমারকূল
- রশিদনগর
৯. ঈদগাঁও উপজেলার ইউনিয়ন সমূহ ৫টিঃ
- ঈদগাঁও
- ইসলামাবাদ
- জালালাবাদ
- পোকখালী
- ইসলামপুর
কক্সবাজার জেলার থানা কয়টি ও কি কি
কক্সবাজার জেলার থানা হচ্ছে মোট ৯ টি। নিচে কক্সবাজার জেলার থানা কয়টি ও কি
কি দেওয়া হলো।
ক্রমিক নং | থানা |
---|---|
১ | কক্সবাজার সদর |
২ | চকরিয়া |
৩ | কুতুবদিয়া |
৪ | উখিয়া |
৫ | মহেশখালী |
৬ | পেকুয়া |
৭ | রামু |
৮ | টেকনাফ |
৯ | ঈদগাঁ |
কক্সবাজার জেলার পৌরসভা কয়টি
কক্সবাজার জেলার পৌরসভা হচ্ছে মোট ৪টি। পৌরসভা গুলোর নাম নিচে উল্লেখ করা
হলো।
ক্রমিক নং | পৌরসভা |
---|---|
১ | কক্সবাজার |
২ | চকরিয়া |
৩ | কুতুবদিয়া |
৪ | মহেশখালী |
কক্সবাজার জেলার জনসংখ্যা কত ২০২৪
কক্সবাজার জেলার জনসংখ্যা ২০২৪ সালের আদম শুমারি অনুযায়ী মোট ২৮ লাখ ২৩
হাজার ২৬৬ জন। কক্সবাজার জেলার জনসংখ্যার মধ্যে পুরুষ রয়েছে ১৪ লাখ ৩৪ হাজার
৬২২ জন এবং নারী রয়েছে ১৩ লাখ ৮৮ হাজার ৫৬৩ জন।
কক্সবাজার জেলার প্রথম জেলা প্রশাসকের নাম কি
কক্সবাজার জেলার প্রথম জেলা প্রশাসকের নাম হচ্ছে জনাব খন্দকার ফজলুল রহমান।
কক্সবাজার জেলার শিক্ষার হার কত
কক্সবাজার জেলার শিক্ষার হার বর্তমানে ৭৪.৯০ শতাংশ। এই জেলায় পুরুষের
শিক্ষার হার বেশি মেয়েদের তুলনায়।
কক্সবাজার আসন কয়টি
কক্সবাজারের সংসদীয় আসন হচ্ছে মোট ৪টি। সংসদীয় আসন গুলো হচ্ছে -
- কক্সবাজার- ১ (চকরিয়া-পেকুয়া)
- কক্সবাজার- ২ (মহেশখালী-কুতুবদিয়া)
- কক্সবাজার- ৩ (কক্সবাজার সদর-রামু )
- কক্সবাজার- ৪ (টেকনাফ-উখিয়া )
কক্সবাজার উপজেলা কয়টি
কক্সবাজার উপজেলা হচ্ছে মোট ৯টি।
কক্সবাজার জেলার বিখ্যাত ব্যক্তি
কক্সবাজার জেলার বিখ্যাত ব্যক্তি সমূহ -
- কবি মুহম্মদ নুরুল হুদা - পেশাঃ কবি - জন্মস্থানঃ পোকখালী
- জনাব মোস্তাক আহমদ চৌধুরী - পেশাঃ রাজনীতিবিদ - জন্মস্থানঃ চৌফলদন্ডী
- জনাব ছুরত আলম - পেশাঃ খেলোয়াড় - জন্মস্থানঃ পৌরসভা
- জনাব সুনীল কৃষ্ণ দে - পেশাঃ খেলোয়াড় - জন্মস্থানঃ পৌরসভা
- মরহুম হযরত নুরুল হক শাহ (রঃ) ডুলা ফকির - পেশাঃ আধ্যাত্বিক - জন্মস্থানঃ ইসলামাবাদ
- মরহুম হযরত আলাউদ্দিন শাহ (রঃ) - পেশাঃ আধ্যাত্বিক - জন্মস্থানঃ বাংলাবাজার
- জনাব কামাল হোসেন চৌধুরী - পেশাঃ মুক্তিযোদ্ধা - জন্মস্থানঃ পৌরসভা
- জনাব নুরুল হক বীরপ্রতীক - পেশাঃ মুক্তিযোদ্ধা - জন্মস্থানঃ পৌরসভা
- মরহুম ওস্তাদ আবু বক্কর - পেশাঃ সাংস্কৃতিক ব্যক্তি - জন্মস্থানঃ পৌরসভা
কক্সবাজার জেলার আয়তন কত
কক্সবাজার জেলার আয়তন হচ্ছে ২,৪৯১.৮৬ বর্গ কিঃমিঃ।
কক্সবাজার জেলার মানচিত্র
কক্সবাজারের বিখ্যাত খাবার
কক্সবাজারের বিখ্যাত খাবার হচ্ছে সী-ফুড বা সামুদ্রিক খাবার, যেমন: বড় বড়
গলদা চিংড়ি, কাঁকড়া, রূপচাঁদা, অক্টোপাস, টুনা, স্কুইড এবং বিভিন্ন মাছের
শুটকি। এইসব সামুদ্রিক মাছের ফ্রাই কক্সবাজারের অন্যতম বিখ্যাত খাবার।
কক্সবাজার আসলে অবশ্যই চেষ্টা করবেন এই সেই ফুড গুলো খেয়ে উপভোগ করার।
কক্সবাজার জেলার থানার নাম
কক্সবাজার জেলার থানার নাম গুলো হচ্ছে -
- কক্সবাজার সদর থানা
- কুতুবদিয়া থানা
- উখিয়া থানা
- চকরিয়া থানা
- টেকনাফ থানা
- পেকুয়া থানা
- মহেশখালী থানা
- রামু থানা
- ঈদগাঁও থানা
কক্সবাজার কোন জেলায় অবস্থিত
কক্সবাজার কোন জেলায় অবস্থিত এটা অনেকেই ভুল করে থাকেন। আসলে কক্সবাজার
নিজেই একটি জেলা। তাই কক্সবাজার জেলা কক্সবাজারেই অবস্থিত।
কক্সবাজার জেলার উপজেলা কয়টি
কক্সবাজারের উপজেলা হচ্ছে মোট ৯টি। আর কক্সবাজার জেলার উপজেলা গুলো হলো।
কক্সবাজার সমুদ্র সৈকত কোথায় অবস্থিত
কক্সবাজার সমুদ্র সৈকত কোথায় অবস্থিত অনেকেই হয়তো জানেন না। কক্সবাজার
সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কক্সবাজার জেলায় অবস্থিত। এটি
চট্টগ্রাম শহর থেকে ১৫২ কিলোমিটার দূরে অবস্থিত এবং ঢাকা থেকে প্রায় ৪১৪
কিলোমিটার দূরত্বে অবস্থিত।
কক্সবাজার জেলায় কয়টি উপজেলা আছে
কক্সবাজার জেলায় কয়টি উপজেলা আছে এটা অনেকেরই অজানা গল্প। আসলে কক্সবাজার
জেলায় মোট ৯টি উপজেলা রয়েছে। আর কক্সবাজার জেলার উপজেলা গুলো হচ্ছে -
- কক্সবাজার
- কুতুবদিয়া
- উখিয়া
- মহেশখালী
- রামু
- চকরিয়া
- টেকনাফ
- পেকুয়া
- ঈদগাঁও
কক্সবাজার কি জন্য বিখ্যাত
কক্সবাজার তার প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের জন্য খুবই বিখ্যাত। আর
কক্সবাজার বিখ্যাত হওয়ার প্রধান কারণ হচ্ছে এখানে রয়েছে বিশ্বের সবথেকে
দীর্ঘতম প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত। যেটা গোটা বিশ্বকেই অবাক করার মত
একটি দর্শনীয় স্থান।
কক্সবাজার সম্পর্কে ১০ টি বাক্য
কক্সবাজার সম্পর্কে ১০ টি বাক্য নিচে উল্লেখ করা হলো।
- কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত।
- কক্সবাজার চট্টগ্রাম বিভাগের মধ্যে অবস্থিত।
- কক্সবাজারে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক মৎস্য বন্দর।
- কক্সবাজার সমগ্র বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র এলাকা।
- কক্সবাজারের নাম পরিচিতি পায় ক্যাপ্টেন হিরাম কক্স এর নামে
- কক্সবাজার বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে পরিচিত।
- কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত হিসেবে লাবণী পয়েন্টকে ধরা হয়।
- কক্সবাজারের হিমছড়ির ঝর্না অনেক মনমুগ্ধকর।
- কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত এই এলাকাটি পরিষ্কার পানির জন্য খুবই বিখ্যাত।
- কক্সবাজার জেলায় মোট নয়টি উপজেলা এবং থানা রয়েছে।
কক্সবাজারের বিখ্যাত পণ্য
কক্সবাজারের বিখ্যাত পণ্য গুলো হচ্ছে - মৎস্য শিল্প, চিংড়ি শিল্প, লবণ
শিল্প, শুটকি শিল্প, বার্মিজ বিভিন্ন হস্তশিল্প, কাকড়া, পান সুপারি ইত্যাদি।
কক্সবাজার থানা কয়টি
কক্সবাজার থানা হচ্ছে মোট ৯টি। থানা গুলো হচ্ছে -
- কক্সবাজার সদর থানা
- কুতুবদিয়া থানা
- উখিয়া থানা
- চকরিয়া থানা
- টেকনাফ থানা
- পেকুয়া থানা
- মহেশখালী থানা
- রামু থানা
- ঈদগাঁও থানা
কক্সবাজারে কি কি পাওয়া যায়
কক্সবাজারে অনেক ধরনের প্রাকৃতিক জিনিস পাওয়া যায়, যেমন: শামুক এবং ঝিনুকের
তৈরি নানা ধরনের গলার মালা, চেইন, ব্যাচলেট, কাশার চুড়ি ইত্যাদি। এছাড়াও
কক্সবাজারে বার্মিজ মার্কেট বিভিন্ন ধরনের ডিজাইন করা বার্মিজ কাপড়চোপড়
পাওয়া যায় এবং বার্মিজ বরই এর আচার কক্সবাজারে খুবই বিখ্যাত। তাই বিশেষ করে
কক্সবাজারে গেলে বার্মিজ মার্কেট অবশ্যই ঘুরে আসার পরামর্শ রইলো।
কক্সবাজারের ইতিহাস
কক্সবাজারের ইতিহাস অনেক প্রাচীন। মুঘল আমলে কক্সবাজারের ইতিহাসের সূচনা ঘটে।
মুঘল সাম্রাজ্যের রাজা এই এলাকার পাহাড় এবং সাগরের দুই সৌন্দর্য ভীষণভাবে
মুগ্ধ করে। যার কারণে মুঘল সম্রাট এই এলাকায় সেনা নিয়ে ঘাঁটি স্থাপন করেন।
তারপর মুঘল আমলের সমাপ্তি ঘটলে এই এলাকায় ত্রিপুরা এবং আরাকানরা দখল নেয়।
তারপর পর্তুগিজরা শাসন করেন কিছু সময়। এরপর সবশেষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি
দখলে চলে যায় এবং ক্যাপ্টেন হিরাম কক্স এ অঞ্চলের দায়িত্ব পালন করেন।
তারপর তিনি এই অঞ্চলে একটি বাজার স্থাপন করেন, যেটা তখনকার জনগণ কক্স সাহেবের
বাজার নামে পরিচিতি পায় এবং পরবর্তীতে কক্সবাজার নামে পরিচিতি লাভ করে।
এভাবেই শুরু হয়েছিল কক্সবাজারের ইতিহাস।
কক্সবাজার সম্পর্কে তথ্য
কক্সবাজার হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি পর্যটন এলাকা। প্রাচীনকাল থেকেই এই
এলাকা জনপ্রিয়তা অর্জন করে। তার ফল হিসেবে মুঘল সম্রাট, ত্রিপুরা, আরাকান,
পর্তুগিজ এবং শেষ পর্যন্ত ইংরেজরা এই অঞ্চলকে শাসন করেছেন। তাই পাহাড় এবং
সাগরের মিলিত সৌন্দর্য এই এলাকাকে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। বিশ্বের বহু
দেশ থেকে এই অঞ্চলে পর্যটন এখানে ঘুরতে আসেন।
কক্সবাজার জেলার থানা কয়টি
কক্সবাজার জেলার থানা হচ্ছে ৯টি।
টেকনাফ কিসের জন্য বিখ্যাত
টেকনাফ হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের জন্য বিখ্যাত।
টেকনাফ হলো বাংলাদেশের একটি স্থলবন্দর। এছাড়াও টেকনাফ উপজেলার মধ্যে
সেন্টমার্টিন দ্বীপ অবস্থিত। তাই সেন্টমার্টিন দ্বীপটি দেখার জন্য দেশ বিদেশ
থেকে বহু পর্যটন এখানে ঘুরতে আসেন। তাই বলা যায় টেকনাফ হচ্ছে বাংলাদেশের
একটি অন্যতম প্রধান পর্যটন এলাকার জন্য বিখ্যাত।
শেষ কথাঃ কক্সবাজার সম্পর্কে সাধারণ জ্ঞান
বাংলাদেশের মধ্যে অন্যতম কয়েকটি পর্যটন এলাকাগুলোর মধ্যে কক্সবাজার জেলা অন্যতম।
এখানে পাহাড় এবং সমুদ্র সৈকত সহ আরও অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে।
তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। যেটা
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মধ্যে অবস্থিত। এছাড়াও শিক্ষা এবং নানা ধরনের
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কক্সবাজার বিখ্যাত।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url