বিপিএল 2025 সময়সূচী ও দল - bpl 2025 সময় সূচি
বিপিএল ২০২৫ প্লেয়ার ড্রাফট শেষ করে বিপিএল ২০২৫ এর ১১তম আসর শুরু হতে যাচ্ছে।
মোটামুটি প্রায় দেড় মাস চলবে এবারের বিপিএল আসর। এবারের bpl 2025 আসরে মোট ৭ টি
দল অংগ্রহণ করবে। আর এই বিপিএল ২০২৫ দল গুলো হচ্ছে - ঢাকা ক্যাপিটালস, দুর্বার
রাজশাহী, চিটাগাং কিংস, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট
স্ট্রাইকার্স।
তবে গত ৪ বারের বিপিএলের শিরোপা জেতা কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারে আসরে
অংশগ্রহণ করছে না। বিপিএল 2025 এর ম্যাচ গুলো দেশের তিনটি মাঠে অনুষ্ঠিত হবে, মাঠ
গুলো হচ্ছে - ঢাকা, সিলেট এবং চট্রগ্রাম। ঢাকার মিরপুর শেরে বাংলা ন্যাশনাল
স্টেডিয়াম মাঠে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএল ২০২৫ এর আসর। তবে চলুন
জেনে নেওয়া যাক বিপিএল 2025 সময়সূচী ও দল এবং bpl 2025 সময় সূচী সর্ম্পকে
বিস্তারিত।
সূচিপত্রঃ বিপিএল 2025 সময়সূচী ও দল - bpl 2025 সময় সূচি
বিপিএল 2025 সময়সূচী ও দল
বিপিএল 2025 এর এবারের আসর শুরু হচ্ছে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর এবং এই
টুর্নামেন্ট শেষ হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। বিপিএল ২০২৫ সময়সূচী ও দল
গুলোর খেলা শুরু হবে দুপুর ১:৩০টা, বিকেল ২:০০টা, সন্ধ্যা ৬:৩০টা এবং সন্ধ্যা
৭টা। নিচে বিপিএল 2025 সময়সূচী ও দল সর্ম্পকে বিস্তারিত তথ্য দেওয়া হলো।
লিগ পর্ব
বিপিএল ২০২৫ সময়সূচী
তারিখ | মুখোমুখি | সময় | ভেন্যু |
---|---|---|---|
৩০ ডিসেম্বর ২০২৪ | ফরচুন বরিশাল–দুর্বার রাজশাহী | বেলা ১–৩০ মি. | ঢাকা |
৩০ ডিসেম্বর ২০২৪ | রংপুর রাইডার্স–ঢাকা ক্যাপিটালস | সন্ধ্যা ৬–৩০ মি. | ঢাকা |
৩১ ডিসেম্বর ২০২৪ | খুলনা টাইগার্স–চিটাগং কিংস | বেলা ১–৩০ মি. | ঢাকা |
৩১ ডিসেম্বর ২০২৪ | সিলেট স্ট্রাইকার্স–রংপুর রাইডার্স | সন্ধ্যা ৬–৩০ মি. | ঢাকা |
২ জানুয়ারি ২০২৫ | দুর্বার রাজশাহী–ঢাকা ক্যাপিটালস | বেলা ১-৩০ মি. | ঢাকা |
২ জানুয়ারি ২০২৫ | ফরচুন বরিশাল–রংপুর রাইডার্স | সন্ধ্যা ৬–৩০ মি. | ঢাকা |
৩ জানুয়ারি ২০২৫ | দুর্বার রাজশাহী–চিটাগং কিংস | বেলা ২টা | ঢাকা |
৩ জানুয়ারি ২০২৫ | ঢাকা ক্যাপিটালস–খুলনা টাইগার্স | সন্ধ্যা ৭টা | ঢাকা |
৬ জানুয়ারি ২০২৫ | সিলেট স্ট্রাইকার্স–রংপুর রাইডার্স | বেলা ১–৩০ মি. | সিলেট |
৬ জানুয়ারি ২০২৫ | ফরচুন বরিশাল–দুর্বার রাজশাহী | সন্ধ্যা ৬-৩০ মি. | সিলেট |
৭ জানুয়ারি ২০২৫ | রংপুর রাইডার্স–ঢাকা ক্যাপিটালস | বেলা ১–৩০ মি. | সিলেট |
৭ জানুয়ারি ২০২৫ | সিলেট স্ট্রাইকার্স–ফরচুন বরিশাল | সন্ধ্যা ৬–৩০ মি. | সিলেট |
৯ জানুয়ারি ২০২৫ | ফরচুন বরিশাল–রংপুর রাইডার্স | বেলা ১–৩০ মি. | সিলেট |
৯ জানুয়ারি ২০২৫ | ঢাকা ক্যাপিটালস–চিটাগং কিংস | সন্ধ্যা ৬–৩০ মি. | সিলেট |
১০ জানুয়ারি ২০২৫ | দুর্বার রাজশাহী–খুলনা টাইগার্স | বেলা ২টা | সিলেট |
১০ জানুয়ারি ২০২৫ | সিলেট স্ট্রাইকার্স–ঢাকা ক্যাপিটালস | সন্ধ্যা ৭টা | সিলেট |
১২ জানুয়ারি ২০২৫ | সিলেট স্ট্রাইকার্স–খুলনা টাইগার্স | বেলা ১–৩০ মি. | সিলেট |
১২ জানুয়ারি ২০২৫ | দুর্বার রাজশাহী–ঢাকা ক্যাপিটালস | সন্ধ্যা ৬–৩০ মি. | সিলেট |
১৩ জানুয়ারি ২০২৫ | সিলেট স্ট্রাইকার্স–চিটাগং কিংস | বেলা ১–৩০ মি. | সিলেট |
১৩ জানুয়ারি ২০২৫ | রংপুর রাইডার্স–খুলনা টাইগার্স | সন্ধ্যা ৬–৩০ মি. | সিলেট |
১৬ জানুয়ারি ২০২৫ | ফরচুন বরিশাল–ঢাকা ক্যাপিটালস | বেলা ১–৩০ মি. | চট্টগ্রাম |
১৬ জানুয়ারি ২০২৫ | চিটাগং কিংস–খুলনা টাইগার্স | সন্ধ্যা ৬–৩০ মি. | চট্টগ্রাম |
১৭ জানুয়ারি ২০২৫ | দুর্বার রাজশাহী–সিলেট স্ট্রাইকার্স | বেলা ২টা | চট্টগ্রাম |
১৭ জানুয়ারি ২০২৫ | চিটাগং কিংস–রংপুর রাইডার্স | সন্ধ্যা ৭টা | চট্টগ্রাম |
১৯ জানুয়ারি ২০২৫ | চিটাগং কিংস–ফরচুন বরিশাল | বেলা ১–৩০ মি. | চট্টগ্রাম |
১৯ জানুয়ারি ২০২৫ | দুর্বার রাজশাহী–খুলনা টাইগার্স | সন্ধ্যা ৬–৩০ মি. | চট্টগ্রাম |
২০ জানুয়ারি ২০২৫ | ঢাকা ক্যাপিটালস–সিলেট স্ট্রাইকার্স | বেলা ১–৩০ মি. | চট্টগ্রাম |
২০ জানুয়ারি ২০২৫ | চিটাগং কিংস–দুর্বার রাজশাহী | সন্ধ্যা ৬–৩০ মি. | চট্টগ্রাম |
২২ জানুয়ারি ২০২৫ | চিটাগং কিংস–ঢাকা ক্যাপিটালস | বেলা ১–৩০ মি. | চট্টগ্রাম |
২২ জানুয়ারি ২০২৫ | ফরচুন বরিশাল–খুলনা টাইগার্স | সন্ধ্যা ৬–৩০ মি. | চট্টগ্রাম |
২৩ জানুয়ারি ২০২৫ | দুর্বার রাজশাহী–রংপুর রাইডার্স | বেলা ১–৩০ মি. | চট্টগ্রাম |
২৩ জানুয়ারি ২০২৫ | খুলনা টাইগার্স–সিলেট স্ট্রাইকার্স | সন্ধ্যা ৬–৩০ মি. | চট্টগ্রাম |
২৬ জানুয়ারি ২০২৫ | ফরচুন বরিশাল–সিলেট স্ট্রাইকার্স | বেলা ১–৩০ মি. | ঢাকা |
২৬ জানুয়ারি ২০২৫ | দুর্বার রাজশাহী–রংপুর রাইডার্স | সন্ধ্যা ৬–৩০ মি. | ঢাকা |
২৭ জানুয়ারি ২০২৫ | ফরচুন বরিশাল–খুলনা টাইগার্স | বেলা ১–৩০ মি. | ঢাকা |
২৭ জানুয়ারি ২০২৫ | দুর্বার রাজশাহী–সিলেট স্ট্রাইকার্স | সন্ধ্যা ৬–৩০ মি. | ঢাকা |
২৯ জানুয়ারি ২০২৫ | রংপুর রাইডার্স–চিটাগং কিংস | বেলা ১–৩০ মি. | ঢাকা |
২৯ জানুয়ারি ২০২৫ | ঢাকা ক্যাপিটালস–ফরচুন বরিশাল | সন্ধ্যা ৬–৩০ মি. | ঢাকা |
৩০ জানুয়ারি ২০২৫ | রংপুর রাইডার্স–খুলনা টাইগার্স | বেলা ১–৩০ মি. | ঢাকা |
৩০ জানুয়ারি ২০২৫ | চিটাগং কিংস–সিলেট স্ট্রাইকার্স | সন্ধ্যা ৬–৩০ মি. | ঢাকা |
১ ফেব্রুয়ারি ২০২৫ | ঢাকা ক্যাপিটালস–খুলনা টাইগার্স | বেলা ১–৩০ মি. | ঢাকা |
১ ফেব্রুয়ারি ২০২৫ | ফরচুন বরিশাল–চিটাগং কিংস | সন্ধ্যা ৬–৩০ মি. | ঢাকা |
প্লে-অফ পর্ব
তারিখ | ম্যাচ | সময় | ভেন্যু |
---|---|---|---|
৩ ফেব্রুয়ারি ২০২৫ | এলিমিনেটর | বেলা ১–৩০ মি. | ঢাকা |
৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১ম কোয়ালিফায়ার | সন্ধ্যা ৬–৩০ মি. | ঢাকা |
৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২য় কোয়ালিফায়ার | সন্ধ্যা ৬–৩০ মি. | ঢাকা |
৭ ফেব্রুয়ারি ২০২৫ | ফাইনাল | সন্ধ্যা ৭টা | ঢাকা |
বিপিএল 2025 দল
ক্রমিক নং. | বিপিএল দল সমূহ |
---|---|
১. | ঢাকা ক্যাপিটালস |
২. | দুর্বার রাজশাহী |
৩. | চিটাগং কিংস |
৪. | সিলেট স্ট্রাইকার্স |
৫. | ফরচুন বরিশাল |
৬. | রংপুর রাইডার্স |
৭. | খুলনা টাইগার্স |
সকল নকআউট ম্যাচের জন্য আলাদা করে রিজার্ভ ডে নির্ধারণ করা রয়েছে। তাই কোন কারণ
বসত ম্যাচ মাঠে না গড়ালে পূর্বনির্ধারণ করা দিনে অনুষ্ঠিত হবে।
bpl 2025 সময় সূচি
bpl 2025 সময় সূচি নির্ধারণ করা হয়েছে। bpl 2025 এর ম্যাচ দিনে দুইটা করে
অনুষ্ঠিত হবে। দিনে একটি ম্যাচ শুরু হবে এবং রাতে একটি করে ম্যাচ মিলিয়ে দুটি
করে হবে। bpl 2025 সময় সূচি অনুযায়ী ম্যাচ গুলো বেলা ১:৩০মিঃ, দুপুর ২টা,
সন্ধ্যা ৫:৩০মিঃ এবং সন্ধ্যা ৭টায় শুরু হবে।
তবে শেষ অর্থাৎ শিরোপা জয়ের লড়ায়ে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা
৭টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে কোনো কারণে ম্যাচ
অনুষ্ঠিত না হলে পূর্ব নির্ধারণ করা দিনে পরবর্তীতে অনুষ্ঠিত হবে। bpl 2025
সময় সূচি দেওয়া হলো।
বিপিএল 2025 খেলোয়ার তালিকা
বিপিএল ২০২৫ দল গুলো ড্রাফটের মাধ্যমে তাদের পছন্দের প্লেয়ারদের নিজেদের টিমে
ভিড়িয়েছে। আসলে বিপিএল ফ্র্যাঞ্চাইজি গুলো তাদের বাজেট অনুযায়ী সেরা টিম
কিনেছে। বাংলাদেশ বিপিএল 2025 এ দল গুলোর মধ্যে ফরচুন বরিশাল দলে দেশী অনেক
প্লেয়ার রয়েছে। যারা ইতিমধ্যে বাংলাদেশ টিমে সামনে থেকে লিড দিয়েছে। তাই টিম
কম্বিনেশনে ফরচুন বরিশাল একটু এগিয়ে। বিপিএল 2025 খেলোয়ার তালিকা নিচে দেওয়া
হলো।
ঢাকা ক্যাপিটালস স্কোয়াড 2025 - BPL Dhaka Capitals player List
2025
লিটন দাস, মুস্তাফিজুর রহমান তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান,
মুকিদুল ইসলাম, আবু জায়েদ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান,
শাহাদাত হোসেন দীপু, মুসফিক হাসান (লোকাল), সাইম আয়ুব, আমির হামজা হোতাক
(বিদেশি), থিসারা পেরেরা, জনসন চার্লস, আমির হামজা, শাহনাওয়াজ দাহানি এবং
স্টিফেন এসকিনাজি।
দুর্বার রাজশাহী স্কোয়াড 2025 - Durbar Rajshahi Player List
2025
এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন,
হাসান মুরাদ, সানজামুল ইসলাম, এস এম মেহরব হাসান, আকবর আলী, মোঃ শফিউল ইসলাম,
মহর শেখ (লোকাল), সাদ নাসিম এবং লাহিরু সমারাকুন (বিদেশি)
চিটাগং কিংস স্কোয়াড 2025 - Chittagong Kings Squad 2025
সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, শামিম হোসেন, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ,
আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস
জাভেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব (লোকাল), মঈন আলী, উসমান খান,
হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা
ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক এবং থমাস ও’কনেল (বিদেশি)
ফরচুন বরিশাল টিম ২০২৫ প্লেয়ার লিস্ট - Fortune Barishal Player List
2025
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, তানভীর ইসলাম,
নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, এবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন,
তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম (লোকাল), কাইল মায়ার্স, মোহাম্মদ
নবী, ফাহিম আশরাফ, ডেভিড মালান, জাহানদাদ খান, আলী মোহাম্মদ, পাথুম নিসাঙ্কা,
জেমস ফুলার, এবং নান্দ্রে বার্গার।
সিলেট স্ট্রাইকার্স খেলোয়াড় লিস্ট - Sylhet Strikers Player List
2025
মাশরাফি বিন মুর্তজা, জাকের আলি অনিক, তানজিম হাসান সাকিব, জাকির হাসান, রনি
তালুকদার, আল-আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক,
নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম (লোকাল), রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ
শিনওয়ারি, পল স্টার্লিং, জর্জ মুনসি এবং রিস টপলি (বিদেশি)।
খুলনা টাইগার্স প্লেয়ার লিস্ট ২০২৫ - Khulna Tigers Squad 2025
ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ,
মোহাম্মদ নাঈম, মাহিদুল ইসলাম অংকন, আবু হায়দার রনি, জিয়াউর রহমান,
মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয় (লোকাল), মোহাম্মদ হাসনাইন, ওশেন
থমাস, লুইস গ্রেগরি এবং মোহাম্মদ নওয়াজ (বিদেশি)।
রংপুর রাইডার্স খেলোয়াড় 2025 - Rangpur Riders Squad 2025 Players
List
সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মেহেদী
হাসান, সাইফ হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল
ইসলাম রাব্বি, তৌফিক খান তুষার (লোকাল), আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার
(বিদেশি), অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন টেইলর এবং সৌরভ
নেটরাভালকার।
বিপিএল ২০২৫ দল
বিপিএল ২০২৫ দল গুলো এবার দেশি বিদেশী অনেক খেলোয়াড় নিয়ে দল সাজিয়েছে। বিপিএল
2025 এর মোট ৭ টি দল অংশগ্রহণ করছে। গত ৪ বারের বিপিএল শিরোপা জেতা কুমিল্লা
ভিক্টোরিয়ান্স এইবার খেলছে না। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর পরিবর্তে বিপিএল
২০২৫ এ দল কিনেছে দুর্বার রাজশাহী। এক নজরে বিপিএল ২০২৫ দল গুলো সম্পর্কে জেনে
নিন।
- ঢাকা ক্যাপিটালস
- দুর্বার রাজশাহী
- চিটাগং কিংস
- সিলেট স্ট্রাইকার্স
- ফরচুন বরিশাল
- রংপুর রাইডার্স
- খুলনা টাইগার্স
এই ৭টি দল নিয়ে ২০২৫ বিপিএল এর ১১তম আসরের পর্দা উঠছে।
বিপিএল নিলাম 2025
বিপিএল নিলাম 2025 এর জন্য ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল গত অক্টোবর মাসে। বিপিএল
2025 নিলামে ড্রাফটের পর বিপিএল 2025 সব দলের স্কোয়াড গুলো গঠন করা হয়েছে।
বিপিএল নিলাম এ অনেক দেশী বিদেশী খেলোয়াড় অংশগ্রহণ করছে। তাই এইবারের বিপিএল
নিলাম 2025 এর মাধ্যমে দল গুলো তাদের স্কোয়াড সাজিয়েছে। বিপিএল নিলাম 2025 এ
বাকি দল গুলোর তুলনায় দুর্বার রাজশাহী কম সংখ্যক বিদেশী প্লেয়ার কিনেছে।
বিপিএল 2025 কবে শুরু হবে
বিপিএল 2025 শুরু হবে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর এবং শেষ হবে ৭ই ফেব্রুয়ারি। প্রায়
দেড় মাস ধরে চলবে বিপিএল ২০২৫ এর ১১ তম আসর। ফরচুন বরিশাল–দুর্বার রাজশাহী
উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে bpl 2025 এর ১১ তম আসর। আর উদ্বোধনী এই প্রথম
ম্যাচটি হবে ঢাকা শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
প্রতিদিন দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। bpl 2025 সময় সূচী হচ্ছে -
দুপুর ১:৩০টা, বিকেল ২:০০টা, সন্ধ্যা ৬:৩০টা এবং সন্ধ্যা ৭টা। দেশের ৩টি
আন্তর্জাতিক স্টেডিয়ামে bpl 2025 এর ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে। বিপিএল ২০২৫
এর খেলার মাঠ সমূহ -
- মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম - ঢাকা
- জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম - চট্টগ্রাম
- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম - সিলেট
আরো পড়ুনঃ স্বপ্নে কামরাঙ্গা দেখলে কি হয় জেনে নিন
বিপিএল ২০২৫ কে কোন দলে
বিপিএল ২০২৫ কে কোন দলে এটা সম্পূর্ণ ভাবে বিপিএল প্লেয়ার ড্রাফটের মাধ্যমে
নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে দলগুলো তাদের প্লেয়ারদের নিয়ে টিম গোছানো শুরু
করে দিয়েছে। তাছাড়া আমাদের এই আর্টিকেল টা সর্ম্পূণ পড়লে বিপিএল ২০২৫ কে কোন
দলে আছে এইটা সম্পূর্ণ জানতে পারবেন। ইতিমধ্যে বিপিএল 2025 খেলোয়ার তালিকা
উপরে উল্লেখ করা হয়েছে। আশা করি বিপিএল 2025 খেলোয়ার তালিকা উপরে পড়েছেন।
বিপিএল খেলার ফরম্যাট
বিপিএল এর লিগ পর্বের ম্যাচ গুলো ডাবল রাউন্ড ফরম্যাট অনুসরণ করে অনুষ্ঠিত হবে।
বিপিএল এর ৭টি দল একে অপরের সাথে দুইবার করে মুখোমুখি হবে। এদের মধ্যে শীর্ষ
চারটি দল প্লে-অফ পর্বে কোয়ালিফায়ার এবং এলিমিনেটর রাউন্ডে পর ফাইনালে অর্থাৎ
শিরোপার জন্য লড়বে।
পয়েন্ট সিস্টেম নিয়ম
- জয়: ২ পয়েন্ট
- পরাজয়: ০ পয়েন্ট
- ম্যাচ ড্র হলে উভয় দল ১ পয়েন্ট করে পাবে
প্রতিটি দলের জন্য রাঙ্কিং নির্ধারণ হবে তাদের জয়ের পরিসংখ্যান এবং নেট রান
রেটের ওপর ভিত্তি করে। এভাবেই পুরো টুর্নামেন্টের শীর্ষ চারটি দল নির্বাচিত করা
হবে।
বিপিএল 2025 খেলোয়ার তালিকা বরিশাল
বিপিএল এর ১১তম আসরে ফরচুন বরিশাল টিমে বাংলাদেশের প্রায় অনেক বড় বড়
খেলোয়াড় রয়েছে। এক নজরে বিপিএল 2025 খেলোয়াড় তালিকা বরিশাল টিম দেখে নিন।
ফরচুন বরিশাল এর প্লেয়ার লিস্ট:
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ
হৃদয়, তানভীর ইসলাম, রিপন মন্ডল, এবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন,
তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, জেমস ফুলার, পামুথ নিসাস্কা, কাইল
মায়ার্স, ডেভিড মালান, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, আলী মোহাম্মদ, জাহানদাদ খান
এবং নান্দ্রে বার্গার।
শেষ কথা
তাই পরিশেষে বলা যায় বিপিএল 2025 সালের বিপিএল এর ১১তম আসর খুব ভালোভাবেই শুরু
হবে বলে আশা করা যাচ্ছে। bpl 2025 সালের খেলা শুরু হবে ৩০ ডিসেম্বর আর শেষ হবে
২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। খেলার শুরুর আগেই খুব জমজমাট করে কনসার্ট এর আয়োজন
করা হয়েছে।
আশা করা যায় বিপিএল আর কনসার্ট গুলো দেশের ক্রিকেট প্রেমী জনগণের অনেক ভালো
লাগবে। বিপিএল এর প্রতিটা ম্যাচ দেশের বেসরকারি টেলিভিশন টি স্পোর্টস এবং গাজী
টিভিতে সরাসরি দেখা যাবে। আর মোবাইলে খেলা দেখার অ্যাপ হচ্ছে টফি, র্যাবিটহোলে
বিডি এবং টি স্পোর্টস মোবাইলে অ্যাপ।
অতএব দেশের খেলাকে ভালোবাসুন। নিজের শহরের সাপোর্ট করুন এবং দেশের খেলাকে আরও
ভালো জায়গায় দেখতে হলে অবশ্যই মাঠে গিয়ে খেলা দেখুন। এভাবেই দেশের ক্রিকেট
বিশ্ব মঞ্চে এগিয়ে যাক এইটাই আমাদের সকলের প্রত্যাশা।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url