২০০০ টাকার মধ্যে বিয়ের গিফট আইটেম গুলো দেখুন

২০০০ টাকার মধ্যে বিয়ের গিফট আইডিয়া পেতে চান? তাহলে আজকের এই আর্টিকেলটি পড়লে বিয়ের গিফট আইডিয়া সম্পর্কে জানতে পারবেন। বিয়ের গিফট দেয়ার প্রচলন অনেক পুরনো এবং এর পেছনে কিছু সামাজিক ও সাংস্কৃতিক কারণ রয়েছে। এর মধ্যে কয়েকটি প্রধান কারণ গুলো হচ্ছে - অভিনন্দন ও শুভকামনা, সামাজিক ঐতিহ্য, সাহায্য ও সহায়তা, অর্থনৈতিক সহায়তা, সম্পর্কের মুল্য বৃদ্ধি এবং বিয়ের আনন্দ ভাগ করে নেওয়া।
তাই আপনারা বন্ধুর বা বান্ধবীর বিয়ের গিফট কি দেয়া যায় এবং কম দামে ভালো উপহার কিনতে গিয়ে দুশ্চিন্তায় পড়েন। আজকের পর থেকে আপনার কম দামে বিয়ের গিফট কিনতে কোনো ঝামেলা পোহাতে হবে না। কারণ কম দামে ভালো বিয়ের উপহার কি দেয়া যায় এই সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। তবে চলুন জেনে নেওয়া যাক ২০০০ টাকার মধ্যে বিয়ের গিফট কি ভালো হবে।

সূচিপত্রঃ ২০০০ টাকার মধ্যে বিয়ের গিফট

২০০০ টাকার মধ্যে বিয়ের গিফট

বিয়ের গিফট আইটেম হিসেবে ২০০০ টাকার মধ্যে বিয়ের গিফট হচ্ছে একটি সেরা বাজেট। বিয়েতে গিফট হিসেবে অনেক কম দামে ভালো উপহার পাওয়া যায়। তাছাড়া পরিবার অথবা বান্ধবীর বিয়ের গিফট সম্পর্কে ছেলেদের গিফট আইডিয়া অনেক বেশি থাকে।
বিয়েতে উপহার হিসেবে ২০০০ টাকার মধ্যে বিয়ের গিফট দেওয়ার জন্য কিছু আইডিয়া দেওয়া হলো।নবদম্পতির জন্য উপকারী এবং স্মরণীয় হতে পারে এমন কিছু ২০০০ টাকার মধ্যে biyer gift idea দেওয়া হলো।

১. ডিনার সেট
  • বিয়েতে কম দামে ভালো উপহার হিসেবে ডিনার সেট হতে পারে একটি আকর্ষণীয় biyer gift। বাজারে এই ধরনের ডিনার সেট ২০০০ হাজার টাকার মধ্যেই পাওয়া যায়। তাছাড়া বাজেট বিবেচনা করলে আপনি ডিনার সেট গুলো চাইলে সিঙ্গেল পিস হিসেবে কিনেও গিফট দিতে পারবেন। তাই ২০০০ টাকার মধ্যে বিয়ের গিফট হিসেবে ডিনার সেট হবে আপনার জন্য একটি সেরা চয়েচ।
২. প্রেসার কুকার
  • ২০০০ টাকার মধ্যে বিয়ের গিফট হিসেবে প্রেসার কুকার কিনে দিতে পারেন। নবদম্পতির জন্য প্রেসার কুকার গিফট দিলে সেটা তাদের সাংসারিক জীবনে অনেক কাজে আসবে। বাজারে ৫ লিটার বা সাড়ে ৬ লিটার প্রেসার কুকার ১৪০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন।
৩. সিরামিক মগের সেট
  • বিয়ের উপহার কি দেয়া যায় সেটা নিয়ে আর চিন্তা নয়। বাজারে ২০০০ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এই সিরামিক মগের সেট। বন্ধুর বা বান্ধবীর বিয়েতে উপহার হিসেবে দিলে খুব মানন সই হবে।
৪. অলংকার
  • বান্ধবীর বিয়ের উপহার হিসেবে আপনি কিছু অলংকার সেট দিতে পারেন। যেমন: হাতের চুড়ি, গলার নেকলেস, কানের দুল, নাকের ফুল, পায়ের নূপুর এবং শাড়ি বিয়ের গিফট আইটেম হিসেবে দিতে পারেন। এইগুলা আপনি খুব সহজেই কসমেটিস্ক্স এর দোকান গুলোতে পেয়ে যাবেন। এর এই ধরনের অলংকার আপনারা ২০০০ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন।
৫. জুস বা মসলা করার ব্লেন্ডার
  • বান্ধবীর বিয়ের গিফট আইটেম হিসেবে বেল্ডার দিতে পারেন। এতে করে তাদের সাংসারিক জীবনে অনেক কাজে আসবে। এর এই ব্লেন্ডার এর মাধ্যমে মসলা এবং জুস বানিয়ে খেতে পারবে। বিয়ের এই গিফট আইটেমের দাম কিছুটা বেশি। তবে আপনি ২০০০ টাকার মধ্যেই অনেকে পেয়ে যাবেন। কিন্তু একটু দাম বেশি দেখে নিলে, যেমন ৩০০০ থেকে ৪০০০ টাকার মধ্যে বিয়ের গিফট আইটেমটি পেয়ে যাবেন।
৬. বিছানার চাদর ও বালিশ সেট
  • বিয়ের গিফট আইডিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ একটি কম দামে ভালো উপহার হচ্ছে বিছানার চাদর ও বালিশ সেট। ভালো কাপড়ের বিছানার সেট কিনলে আপনাকে ২০০০ টাকার মতো খরচ করতে হবে। তাই ২০০০ টাকার মধ্যে বিয়ের গিফট হিসেবে এটি বিবেচনা করতে পারেন।
৭. ফুলদানি
  • নতুন জামাইকে বান্ধবীর বিয়েতে কি উপহার দেওয়া যায় এটির একটি সহজ সমাধান হিসেবে আপনি ফুলদানি গিফট হিসেবে দিতে পারেন। ভালো মানের ফুল সহ ফুলদানি আপনি ২০০০ টাকার আশেপাশেই পেয়ে যাবেন।
৮. রাইস কুকার
  • বিয়েতে গিফট আইডিয়া হিসেবে আপনি রাইস কুকার কে বাজেটের মধ্যে রাখতে পারেন। রাইস কুকার আপনি ইলেকট্রনিকের দোকানে ২০০০ টাকা থেকে ৩০০০ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন।
৯. ছবির অ্যালবাম
  • ছেলেদের গিফট আইডিয়া এর মধ্যে একটি হচ্ছে ছবির অ্যালবাম। এটি নবদম্পতির অনেক কাজে আসবে। অ্যালবামে তারা নিজেদের বিয়ের এবং আগের অনেক ছবি সংগ্রহ করে রাখতে পারবে। বড় ধরনের অ্যালবাম ২০০০ টাকার আশেপাশেই ফটো স্টুডিও দোকান গুলোতে পেয়ে যাবে।
১০. অ্যাকুরিয়াম
  • বিয়ের উপহার হিসেবে আপনি অ্যাকুরিয়াম চয়েস লিস্টে রাখতে পারেন। কারণ অ্যাকুরিয়ামে ঘরের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে। এছাড়াও এটি ঘরে রাখলে সকলে নজর সেই দিকেই যায়। এটি আপনি 2000 টাকার মধ্যেই পেয়ে যাবেন।
১১. দেয়াল ঘড়ি
  • 2000 টাকার মধ্যে বিয়ের গিফট আইটেম হিসেবে আপনি নবদম্পতিকে বড় রকমের দেয়াল ঘড়ি দিতে পারেন। ২০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন এই ধরনের ঘড়িগুলো।
১২. টেবিল ল্যাম্প
  • বিয়েতে কম দামে ভালো উপহার হিসেবে টেবিল ল্যাম্প দিতে পারেন। এটি আপনি ২ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। তাই আপনার আপনার বাজেট ২০০০ টাকা হলে দ্রুত কিনে ফেলুন এই biyer gift item টি।
১২. শাড়ি
  • বান্ধবীর বিয়ের গিফট হিসেবে একটি ভালো মানের শাড়ি উপহার হিসেবে দিলে সেটা অনেক ভালো দেখায়। তাই আপনি ২০০০ টাকার মধ্যে বিয়ের গিফট হিসেবে শাড়ি দিতে পারেন।
১৩. ফার্নিচার
  • ফার্নিচার হিসেবে আপনি এইখানে ২০০০ টাকা বা তার একটু বেশি দিয়ে ড্রেসিং টেবিল গিফট আইটেম হিসেবে দিতে পারেন। এছাড়াও আপনি চাইলে আরএফএল অথবা বেঙ্গল কিংবা এনপলি ব্র্যান্ডের প্লাস্টিকের ডাইনিং টেবিল কিংবা চেয়ার সেট কিনে দিতে পারে। যদিও এই ক্ষেত্রে আপনার বাজেট বেড়ে যেতে পারে।
১৪. কাঠের জুয়েলারি
  • বান্ধবীর বিয়ের গিফট হিসেবে কম দামে ভালো উপহার হচ্ছে কাঠের জুয়েলারি। এইগুলো বর্তমানে মেয়েদের কাছে অনেক পছন্দনীয় এবং কাজের জিনিস। ২০০০ টাকার বিয়ের গিফট হিসেবে আপনি এই জুয়েলারি গুলো অনেক পেয়ে যাবেন। আর এই জুয়েলারি গুলো পড়লে দেখতেও অনেক ভালো লাগে।
১৫. শো পিস
  • ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের ডিজাইন করা শো পিস দিতে পারেন। এইগুলা নবদম্পতি তাদের ঘর সাজানোর কাজে ব্যবহার করতে পারবে।
১৬. ওয়াটার ফিল্টার
  • ২০০০ টাকার মধ্যে আপনি ওয়াটার ফিল্টার বিয়েতে উপহার হিসেবে দিতে পারেন। এটি দিলে তাদের সাংসারিক জীবনে অনেক কাজে আসবে।
১৭. কাসার থালা
  • কাসার থাকার দাম অনেক তাই আপনি যদি একটি থালা বা বাটি গিফট করেন । তাহলে তারা এই থালে ভাত খেতে পারবে। এইগুলোর ক্ষয় অনেক কম হয়ে থাকে।
১৮. ফুলের বাকেট
  • সুন্দর ফুলের বাকেট এবং কিছু মৌসুমী ফুল বা স্টাইলিশ ফুলের গিফট বাকেট। ইনডোর প্লান্ট, এমন একটি গাছ যা বাড়ির ভেতরের পরিবেশে খুব সহজেই বেড়ে উঠতে পারে।
১৯. গিফট কার্ড
  • বিয়েতে উপহার হিসেবে গিফট কার্ড দিতে পারেন। biyer gift card এর মধ্যে এক আলাদা ব্যাপার থাকে। তাই আপনি যদি ২০০০ টাকার মধ্যে বিয়ের গিফট দেন তাহলে খুব ভালো হবে।
২০. কাঁচের গ্লাস বা মগের সেট
  • বিয়েতে উপহার হিসেবে কাঁচের গ্লাস বা মগের সেট নবদম্পতির অনেক কাজে আসবে। তাই ২০০০ টাকার উপহার কেনার পছন্দে এটি রাখতে পারবেন।

উপরোক্ত সকল গিফট গুলো বিয়ের জন্য একদম উপযুক্ত। আপনি ২০০০ টাকার মধ্যে বিয়ের গিফট হিসেবে দিতে পারেন।

৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট

৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট হিসেবে আপনি অনেক কিছু আইটেম পেয়ে যাবেন। যা আপনি কম দামে ভালো উপহার নবদম্পতিকে দিতে পারবেন। ৫০০ টাকার মধ্যে ভালো কিছু গিফট আইডিয়া দেওয়া হলো যা নবদম্পতির বৈবাহিক জীবনে অনেক উপকারী এবং স্মরণীয় হবে। নিচে উল্লেখিত যেকোনো একটি আইটেম উপহার হিসেবে দিতে পারেন। যেমন:

১. দেয়াল ঘড়ি
  • আমাদের সকলের জীবনে সময় অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। সময় ছাড়া আমাদের কোনোভাবেই চলা সম্ভব না। তাই আপনি হাত ঘড়ি কিংবা ছোট দেয়াল ঘড়ি গিফট হিসেবে দিতে পারেন।
২. ফুলদানি
  • ঘরের সাজ সজ্জার জন্য ফুলদানি একটি শৌখিন জিনিস, যা আপনি বিয়েতে গিফট হিসেবে দিতে পারেন।

৩. ফটো ফ্রেম
  • কম দামে অর্থাৎ ৫০০ টাকার মধ্যে খুব ভালো ফটো ফ্রেম পাওয়া যায়। যেটা নবদম্পতির বিয়ের ছবি সংগ্রহ করতে সাহায্য করবে।

৪. ব্রেসলেট বা চেইন
  • সিলভারের কম দামে অনেক ব্রেসলেট বা গলার চেইন পাওয়া যায়, যেটা আপনি বিয়েতে গিফট হিসেবে দিতে পারেন।

৫. কাস্টোমাইজ করা মগ
  • দাম্পত্য জীবনের স্মৃতি মনে করিয়ে দিতে তাদের বিয়ের ছবি দিয়ে প্রিন্ট করা কাস্টোমাইজ মগ গিফট করতে পারেন।

আশা করা যায় উপরোক্ত গিফট গুলো আপনার পছন্দ হবে আর আপনি এর মধ্যে থেকে আপনার পছন্দের আইটেম বিয়ে গিফট করতে পারেন।

১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট

১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট হিসেবে আপনি অনেক আইটেম পেয়ে যাবেন। নিচে ১০০০ টাকার মধ্যে দারুন কিছু গিফট আইডিয়া দেওয়া হলো।

১. জামদানি শাড়ি বা হাফসিল্ক শাড়ি
  • একদম ভালো কোয়ালিটির জামদানি বা হাফসিল্ক শাড়ি, এটি খুবই সুন্দর ও দৈনন্দিন ব্যবহারযোগ্য। বাজারে এই ধরনের শাড়ি ১০০০ টাকার মধ্যেই পাওয়া যায়।
২. ডেকোরেটিভ আইটেম
  • ঘর সাজানোর জন্য প্রয়োজনীয় অনেক জিসিন দিতে পারেন। যেমন: দেয়াল ঘড়ি, বড় ফটো ফ্রেম ইত্যাদি।
৩. ওয়াটার হিটার
  • পানি গরম করার জন্য ওয়াটার হিটার উপহার দিতে পারেন। বাজারে এর দাম ১০০০ টাকার আশেপাশেই পেয়ে যাবেন।
৪. রূপার অলংকার
  • পায়ের নূপুর হিসেবে রূপার অলংকার দিতে পারেন, যা মহিলাদের বেশ পছন্দের একটি জিনিস।
৫. জিজাইন করা আয়না
  • বাজারে গেলে আপনি অনেক কাস্টোমাইজ করা আয়না পেয়ে যাবেন। আবার আপনি চাইলে নিজের পছন্দের ডিজাইন অনুযায়ী আয়না বানিয়ে নিতে পারেন। এই ধরনের গিফট খুব মানানসই হয়ে থাকে। আর এইগুলো আপনি ১০০০ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন।
আপনার বাজেট বিবেচনায় উপরোক্ত এই আইটেম গুলো কিনে উপহার হিসেবে দিতে পারেন। বাজারে এই গিফট আইটেম গুলো ১০০০ টাকার আশেপাশেই পেয়ে যাবেন।

১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট

গিফট দেয়ার বাজেট হিসেবে ১৫০০ টাকায় বাজারে অনেক ধরনের গিফট আইটেম পাওয়া যায়। আপনাদের সুবিধার জন্য নিচে কিছু উপহার আইটেম উল্লেখ করা হলো।

১. সিল্ক বা কটন বিছানার চাদর সেট
  • ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য সিল্ক বা কটনের বিছানার সেট উপহার হিসেবে দিতে পারেন। এটি আপনার বাজেট অনুযায়ী কিনে নিতে পারবেন।
২. জুসার মিক্সার মেশিন
  • বাড়িতে ফলের জুস বানানোর জন্য জুসার মিক্সার মেশিন দেয়া যেতে পারে। কারণ অনেক সময় আমাদের জুস বানিয়ে খেতে হয়। জুসার মেসিন থাকলে খুব সহজেই জুস বানিয়ে খাওয়া যাবে, যা পরিবারে অনেক কাজে আসবে। বাজারে ১৫০০ টাকার মধ্যেই ভালো জুসার মিক্সার মেশিন পাওয়া যায়।
৩. ব্লেন্ডার মেশিন
  • মসলা বা চাল এবং ডাল গুড়া করার জন্য সেরা হচ্ছে ব্লেন্ডার মেশিন। যা আপনি একটু বাজেট বাড়িয়ে নিলেই কিনতে পারবেন।
৪. টোস্টার
  • কিচেন আইটেম হিসেবে টোস্টার একটি অতি প্রয়োজনীয় জিসিস। এটি সকালের নাস্টার জন্য ব্যবহৃত হয়।
৫. পারফিউম সেট
  • আপনি বিয়ের গিফট আইটেম হিসেবে ভালো ব্র্যান্ডের কিছু পারফিউম সেট গিফট করতে পারেন। ১৫০০ টাকার আশেপাশে আমি বেশ কয়েকটি ভালো ব্র্যান্ডের পারফিউম সেট পেয়ে যাবেন।
এই ধরনের গিফট আইটেম আপনি ১৫০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। এইগুলো চাইলে আপনি জন্মদিনের গিফট হিসেবেও দিতে পারবেন।

১২০০ টাকার মধ্যে বিয়ের গিফট

১২০০ টাকার মধ্যে বিয়ের গিফট হিসেবে বাজারে অনেক আইটেম পাওয়া যায়। গিফট কেনার আগে কিছু আইডিয়া থাকলে ভালো হয়। ১২০০ টাকার মধ্যে বিয়ের গিফট সম্পর্কে আইডিয়া দেওয়া হলো।
  1. প্রেসার কুকার
  2. ওয়াটার হিটার
  3. হটপট
  4. দেয়াল ঘড়ি
  5. বিছানার চাদর
  6. হাত ঘড়ি
  7. শাড়ি
এইসব গিফট হিসেবে দিলে অনেক ভালো হয়। আপনি এই উপহার ১২০০ টাকার আশেপাশেই পেয়ে যাবেন।

৩০০০ টাকার মধ্যে বিয়ের গিফট

৩০০০ টাকার মধ্যে বিয়ের গিফট মোটামুটি ভালই পাওয়া যাবে। এই বাজেটে গিফট গুলো হচ্ছে -
  1. কিচেন অ্যাপ্লায়েন্স, যেমনঃ ব্লেন্ডার বা টোস্টার, যা তাদের রান্নার কাজে লাগবে
  2. কাস্টমাইজড উপহার, যেমনঃ কাস্টমাইজড ফ্রেম, কাস্টমাইজড মগ
  3. সুগন্ধি ডিফিউজার
  4. বাড়ির জন্য ডেকোরেশন আইটেম
  5. বেড শীট বা বেড স্প্রেড সেট
  6. বিয়ের অ্যালবাম বা স্মৃতি বক্স
  7. থার্মোস বা ট্রাভেল মগ
  8. পারফিউম সেট
এছাড়াও আপনি আপানার পছন্দের কিছু গিফট ৩০০০ টাকার মধ্যে বিয়েতে দিতে পারেন।

৪০০০ টাকার মধ্যে বিয়ের গিফট

৪০০০ টাকার মধ্যে বিয়ের গিফট আইডিয়া গুলো নিচে দেখে নিন।
  1. জুয়েলারি
  2. সোফা কুশন বা বেড শিট সেট
  3. কিচেন অ্যাপ্লায়েন্স
  4. কোফি মেকার
  5. ডেকোরেটিভ ল্যাম্প বা লাইট
  6. গিফট কার্ড বা শপিং ভাউচার
  7. ডেকোরেটিভ পিস
  8. বেডশিট সেট
এইগুলো গিফট বাদেও আপনি যেকোনো ভালো আইটেম কিনে উপহার হিসেবে দিতে পারেন।

৫০০০ টাকার মধ্যে বিয়ের গিফট

বিয়ের গিফট কেনার ক্ষেত্রে ৫০০০ টাকা অনেক। এই দামে অনেক ভালো ভালো গিফট বিয়েতে দেয়া সম্ভব। ৫০০০ টাকার মধ্যে বিয়ের গিফট নিচে উল্লেখ করা হলোঃ
  1. মসলা করা ব্লেন্ডার
  2. ইলেকট্রিক চুলা
  3. রাইস কুকার
  4. ডিনার সেট
  5. আলমারি
  6. শো-কেস
  7. ড্রেসিং টেবিল
  8. ওয়ার ড্রপ
৫০০০ টাকায় এইসব বিয়ের গিফট আপনি কিনে নবদম্পতিকে দিতে পারেন।

বন্ধুর বিয়ের গিফট

বন্ধুর বিয়ের গিফট হিসেবে আপনি আপনার বাজেট অনুযায়ী অনেক ধরনের আইটেম দিতে পারবেন। তার মধ্যে থেকে আকর্ষণীয় ও স্মরণীয় গিফট আপনি দিতে পারেন। বন্ধুর বিয়ের গিফট সম্পর্কে কিছু আইডিয়া নিচে দেয়া হলো। যেমনঃ
  1. সিরামিকের কাপ, প্লেট, গ্লাস, জগ সেট ইত্যাদি
  2. হাতে তৈরি কিছু উপহার যেমন, ফটো অ্যালবাম বা কাস্টমাইজড ফটো ফ্রেম
  3. গৃহস্থালির সামগ্রী, যেমন, কুকিং প্যান, কাটিং বোর্ড, বা কিচেন টুলস
  4. গিফট ভাউচার
  5. বই
  6. সাজসজ্জার সামগ্রী, যেমন, পট, ক্যান্ডেল হোল্ডার ইত্যাদি
  7. দেওয়াল ঘড়ি
  8. ফটো ফ্রেম
  9. ফুলদানি
  10. ক্যান্ডেল হোল্ডার
  11. রূপার অলংকার
  12. শরবত সেট
  13. হাফসিল্ক শাড়ি
  14. ফটো অ্যালবাম
  15. প্রেসার কুকার
উপরোক্ত উপহার গুলো বন্ধুর বিয়ের গিফট হিসেবে একদম উপযুক্ত।

শেষ কথা

বিয়ে হচ্ছে একটি পরিবারের সাথে আরেকটি পরিবারের মিল বন্ধন। বিয়ের মাধ্যমে দুইটি পরিবারে নতুন সম্পর্ক তৈরি হয়। আর এইরকম শুভ কাজে গিয়ে নবদম্পতিকে কোনো কিছু গিফট বা উপহার দিবেন না, তা কি করে হয়। এইজন্য আমার সকলেই বিয়েতে যাওয়ার আগে অবশ্যই বিয়ের গিফট আইটেম হিসেবে কিছু কিনি।

আর এই গিফট আইটেম গুলো উপহার হিসেবে নবদম্পতিকে দিই। এতে করে তাদের নতুন সাংসারিক জীবন আরো সুন্দর ও স্মরণীয় হবে। বিয়ের গিফট কম দামী হোক বা বেশি দামী উপহার সবসময় উপহারই হয়ে থাকে। আমাদের সকলের অর্থ ও সামাজিক অবস্থা এক নয়।

আমদের মধ্যে অনেকই গরীব, মধ্যবিত্ত এবং বড়লোক থাকেন। একেক জন একেক রকমের চিন্তাভাবনা ভাবনা থাকে। আমাদের যাদের একটু আর্থিক অবস্থার খারাপ, আমার সবসময় ভাবী কম দামে ভালো উপহার বিয়ের কি দেয়া যায়?

সেই কথা বিবেচনা করেই আপনাদের বাজেট অর্থাৎ টাকার হিসাব বিবেচনা করে ৫০০ টাকা থেকে শুরু করে ১০০০, ২০০০ থেকে ৫০০০ টাকার মধ্যে বিয়ের গিফট আইটেম সম্পর্কে বিস্তারিত দিয়েছি। আশা করা যায়, এই আর্টিকেলেটি পড়লে আপনারা বিয়ে এবং কম খরচে জন্মদিনের উপহার সম্পর্কে ধারণা পাবেন।

অতএব, বিয়ের গিফট আইটেম কি দেয়া যায় এই সম্পর্কে যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে আর্টিকেলটি শেয়ার করবেন। ধন্যবাদ🖤

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url