গ্রিন টি দাম কত বাংলাদেশ জেনে নিন

গ্রিন টি দাম কত এটা কোম্পানি ভেদে ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ করা হয়। বাংলাদেশে গ্রিন টি কোম্পানি গুলো তাদের কোম্পানির ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী গ্রিন টি দাম কম বেশি করে বাজারজাত করে।

বাংলাদেশের বাজারে বিশেষ করে লিপটন গ্রিন টি এর দাম, ইস্পাহানি গ্রিন টি দাম এবং অর্গানিক গ্রিন টি দাম কত এই তিন প্রকারের গ্রিন টি নিয়ে বেশি আগ্রহ। তবে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশে গ্রিন টি দাম কত এবং কোন গ্রিন টি ভালো।

আরো পড়ুনঃ গ্রিন টি এর উপকারিতা ও অপকারিতা

সূচিপত্রঃ গ্রিন টি দাম কত

গ্রিন টি দাম কত

গ্রিন টি দাম কত টাকা এই মূল্য নির্ধারণ গ্রিন টি কোম্পানি ও ওজনের উপর নির্ভর করে থাকে। তাছাড়া কোন গ্রিন টি ভালো এটা সেই চা পাতার গুণগত মানের ওপর নির্ধারণ করা হয়। আমাদের শরীরে গ্রিন টি এর উপকারিতা প্রচুর রয়েছে। নিচে এক নজরে দেখে নিন গ্রিন টি দাম কত বাংলাদেশ।

গ্রিন টি দাম কত

ক্রমিক নং গ্রিন টি এর নাম দাম
1. Ispahani Blender's Choice Premium Green Tea Bag 70 gm 50 pcs ৳ 200 টাকা
2. Kazi & Kazi Organic Green Tea 40 pcs ৳ 215 টাকা
3. Finlay Pure Green Tea Bags 50 pcs 100 gm ৳ 135 টাকা
4. Ispahani Blender's Choice Premium Green Tea Ginger & Lemon 25 pcs ৳ 140 টাকা
5. Ispahani Blender's Choice Premium Green Tea Honey & Lemon 25 pcs ৳ 140 টাকা
6. Fresh Premium Green Tea 37.5 gm ৳ 110 টাকা
7. Lipton Green Tea Bag Honey and Lemon 25 pcs ৳ 150 টাকা
8. Lipton Green Tea Pure And Light 25 pcs ৳ 130 টাকা
9. Tetley Green Tea Bag Masala Cha 25 pcs 35 gm ৳ 150 টাকা
10. Tetley Green Tea Bag Lemon & Honey 25 pcs 35 gm ৳ 150 টাকা
11. Kazi & Kazi Organic Green Mint Tea 25 pcs 37.5 gm ৳ 295 টাকা
12. Kazi & Kazi Organic Orthodox Green Tea 100 gm ৳ 215 টাকা
13. Ispahani Blender's Choice Premium Green Tea Lemon 25 pcs ৳ 140 টাকা
14. Kazi & Kazi Organic Green Lemongrass Tea 40 pcs 60 gm ৳ 220 টাকা
15. Tetley Green Tea Bag Pure and Original 25 pcs 32.5 gm ৳ 130 টাকা
16. Kazi & Kazi Organic Jasmine Green Tea 40 pcs 60 gm ৳ 215 টাকা
17. Revival Green Tea 45 gm ৳ 150 টাকা
18. Finlay Shinrai Japanese Green Tea - 150gm Packet ৳ 170 টাকা
19. Sylhet's Green Tea - Special Export Edition - 100 GM ৳ 350 টাকা
20. Finlay Pure Green Tea (Loose) - 500gm ৳ 330 টাকা
21. Dr. H&H Green Tea - 40 Tea Bags ৳ 170 টাকা

বাংলাদেশের বাজারে বর্তমানে ইস্পাহানি গ্রিন টি, লিপটন গ্রিন টি, অর্গানিক গ্রিন টি, টেটলি গ্রিন টি, কাজী অ্যান্ড কাজী গ্রিন টি, ফিনলে পিওর গ্রিন টি এবং ফ্রেশ গ্রিন টি পাওয়া যায়। এই গ্রীন টি গুলোর মধ্যে ইস্পাহানি গ্রিন টি এবং লিপটন গ্রিন টি বেশি জনপ্রিয়। তাই গ্রিন টি কেনার আগে অবশ্যই বাজার যাচাই করে নিবেন।

লিপটন গ্রিন টি এর দাম

লিপটন গ্রিন টি এর দাম একটু বেশি কারণ এর চায়ের কোয়ালিটি অনেক ভালো। লিপটন গ্রিন টি শরীরের জন্য খুবই ভালো। লিপটন গ্রিন টি এর উপকারিতা রয়েছে অনেক। তাই নিয়মিত লিপটন গ্রিন টি খাওয়ার অভ্যাস করতে পারেন। নিচে লিপটন গ্রিন টি এর দাম কত দেখে নিন।

  1. Lipton Honey Lemon Green Tea 70gm (50 Tea bags) - দাম ২৮০ টাকা
  2. Lipton Honey Lemon Green Tea 35gm (25 Tea Bags) - দাম ১৫০ টাকা
  3. Lipton Green Tea Pure & Light 32.5gm - দাম ১৩০ টাকা
  4. Lipton Green Tea Pure & Light 65gm - দাম ২৫০ টাকা
বর্তমানে বাংলাদেশের বাজারে লিপটন গ্রিন টি এই চার রকম প্যাকেট অনুযায়ী পাওয়া যায়। তাই লিপটন গ্রিন টি কিনতে হলে এই চারটি প্যাক এর মধ্যে একটি কিনতে হবে।

ইস্পাহানি গ্রিন টি দাম

ইস্পাহানি গ্রিন টি দাম বাংলাদেশে সবচেয়ে বেশি। এর প্রধান কারণ ইস্পাহানি চায়ের গুণগত মান। বাংলাদেশের বাজারে ইস্পাহানি সবচেয়ে পুরাতন ও দেশী চা বিপণন কোম্পানি। তাই ইস্পাহানি চা বাংলাদেশে বেশ জনপ্রিয়। নিচে ইস্পাহানি গ্রিন টি দাম কত দেখে নিন।

  1. Ispahani Blender's Choice Premium Green Tea (Loose Tea) 100gm - দাম ১৭৫ টাকা
  2. Ispahani Blender's Choice Premium Green Tea Bag 35gm (25 tea Bags) - দাম ১১০ টাকা
  3. Ispahani Blender's Choice Premium Green Tea Bag 70gm (50 Tea Bags) - দাম ২০০ টাকা
  4. Ispahani Blender's Choice Premium Green Tea Honey & Lemon 35gm - ১৪০ টাকা
  5. Ispahani Blender's Choice Premium Green Tea Ginger & Lemon 35gm - দাম ১৪০ টাকা
  6. Ispahani Blender's Choice Premium Green Tea Lemon 35gm - দাম ১৪০ টাকা
ইস্পাহানি গ্রিন টি দাম স্থান ও অঞ্চল ভেদে কিছুটা কম বেশি হতে পারে। অবশ্যই ইস্পাহানি গ্রিন টি কেনার আগে বাজার যাচাই করে কিনবেন।

অর্গানিক গ্রিন টি দাম কত

অর্গানিক গ্রিন টি দাম কত আর অর্গানিক গ্রিন টি খেলে আসলে কি হয় । গ্রিন টি শরীরের ওজন কমাতে সাহায্য করে। তাছাড়া শরীরে তারুণ্য ভাব ধরে রাখতে অর্গানিক গ্রিন টি গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে যারা নিয়মিত গ্রিন টি পান করে তারা শারীরিক ও মানসিকভাবে অনেক বেশি ফিট থাকে। গ্রিন টি তে রয়েছে নানা ধরণের গুণাবলী। তাছাড়া নিয়মিত গ্রিন টি পান করলে ক্যান্সার, কিডনি রোগ, হার্ট অ্যাটাক, চুলকানি, ডায়াবেটিস, দাঁতের ক্ষয়, রক্ত চলাচল ভালো করতে সহ অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখে। নিচে অর্গানিক গ্রিন টি দাম কত জেনে নিন।

  1. ১ কেজি অর্গানিক গ্রিন টি দাম ২,৫০০ টাকা
  2. ৫০০ গ্রাম অর্গানিক গ্রিন টি দাম ১,২৫০ টাকা
  3. ১০০ গ্রাম অর্গানিক গ্রিন টি দাম ২৫০ টাকা
  4. ৫০ গ্রাম অর্গানিক গ্রিন টি দাম ১৩০ টাকা

নিয়মিত অর্গানিক গ্রিন গ্রিন টি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন আর সুস্থ্য থাকুন।

গ্রিন টি বানানোর নিয়ম

গ্রিন টি বানানোর নিয়ম অনেক সহজ। শরীরের জন্য অনেক স্বাস্থ্যকর পানীয়। নিচে গ্রিন টি বানানোর নিয়ম গুলো জেনে নিন।

  • উপকরণঃ
  1. গ্রিন টি পাতা বা গ্রিন টি ব্যাগ
  2. গরম পানি
  3. চিনি অথবা মধু
  4. লেবুর রস

  • প্রস্তুতির ধাপঃ

  1. পানি গরম করা:প্রথমে পানি ভালো করে ফুটিয়ে নিতে হবে।গ্রিন টি বানানোর ক্ষেত্রে পানি বেশি ফুটানো ঠিক না। পানি ফুটতে শুরু করলে নেমে নিতে হবে
  2. চা পাতা বা টি ব্যাগ মিশানো: ফুটানো গরম পানিতে চা পাতা ২-৩ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এতে করে চায়ের আসল স্বাদ এবং রং বের হবে।
  3. ছেকে নিন: তারপর চা পাতা বা টি ব্যাগটিকে ছেকে নিতে হবে।
  4. স্বাদ বাড়াতে: চায়ের স্বাদ বাড়াতে চিনি অথবা মধু মিশিয়ে দিতে পারেন এবং যারা লেবু দিয়ে চা খেতে পছন্দ করেন তারা লেবুর রস মিশিয়েও স্বাদ বাড়াতে পারবেন।
  5. পরিবেশনা করা: সব ঠিক ভাবে করা শেষ হলে গ্রীন টি খাওয়ার জন্য রেডি! গরম গরম গ্রিন টি!
এইভাবেই খুব সহজেই ঘরে বসেই গ্রিন টি বানিয়ে নিয়ে খেতে পারবেন।

গ্রীন টি দাম কত

গ্রীন টি দাম কত এটা ভিন্ন ভিন্ন ব্র্যান্ড এবং পণ্যের উপর নির্ভর করে। আমাদের বাংলাদেশে বিভিন্ন ব্রান্ডের গ্রীন টি পাওয়া যায় তার মধ্যে ইস্পাহানি গ্রিন টি বেশি জনপ্রিয়। বর্তমানে বাংলাদেশে গ্রীন টি দাম সর্বনিন্ম ১১০ টাকা থেকে শুরু করে ৮০০- ১,০০০ টাকা পর্যন্ত।

মূলত দাম বেশি হওয়ায় কারণ এইগুলো গ্রীন টি বাহিরের দেশ থেকে আমদানি করা। তাছাড়া অনেক ক্ষেত্রে স্থান, এলাকা, অঞ্চল ভেদে গ্রীন টি দাম কত হবে তা আলাদাভাবে ঠিক করে দেওয়া হয়। তবে বিশেষ কোনো কারণ ছাড়া দামের মধ্যে তেমন কোনো ধরনের পরিবর্তন দেখা যায় না।

গ্রিন টি দাম কত বাংলাদেশ

গ্রিন টি দাম কত বাংলাদেশ এটা বিভিন্ন রকম কারণে ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশে মূলত গ্রিন টি সর্বনিম্ন ১১০ টাকা থেকে শুরু যেটা হলো ফ্রেশ কোম্পানির প্রামিয়াম গ্রিন টি।

তাছাড়া বাকিগুলো মোটামুটি অ্যাভারেজ ২০০ টাকা দিয়েই প্রায় সব ব্রান্ডের গ্রিন টি পাওয়া যায়। তাই বলা চলে গ্রিন টি দাম বাংলাদেশে মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে।

আরো পড়ুনঃ গ্রিন টি এর উপকারিতা ও অপকারিতা

কোন গ্রিন টি ভালো

কোন গ্রিন টি ভালো বলতে গেলে বেশ কয়েকটি ব্র্যান্ডের গ্রিন টি এর নাম চলে আছে। নিচে কোন গ্রিন টি ভালো জেনে নিন।

  • অর্গানিক গ্রিন টি: অর্গানিক গ্রিন টি দাম এবং মানের দিকে সেরা একটি পণ্য। অর্গানিক গ্রিন টি নিয়মিত পান করলে শরীরের সতেজতা বহুগুণে বেড়ে যায়। তাছাড়া হার্ট অ্যাটাক এবং ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে এই অর্গানিক গ্রিন টি।
  • ইস্পাহানি গ্রিন টি: ইস্পাহানি গ্রিন টি দাম ও মানের দিক থেকে অনেক ভালো। দেশের সব জায়গায় ইস্পাহানি গ্রিন টি পাওয়া যায়।
  • লিপটন গ্রিন টি: লিপটন গ্রিন টি দাম কত এবং বিভিন্ন স্বাদের হয়ে থাকে।
  • কাজী অ্যান্ড কাজী গ্রিন টি: কাজী অ্যান্ড কাজী গ্রিন টি বলতে গেলে সেরা। এই চায়ের বিভিন্ন রকমের স্বাদ হয়ে থাকে। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো ফ্লেবার গ্রিন টি কিনতে পারবেন।
  • ফিনলে গ্রিন টি: ফিনলে গ্রিন টি হচ্ছে বাংলাদেশী একটি ব্র্যান্ড । খুব বেশি পরিচিতি না থাকলেও এই চায়ের স্বাদ কিন্তু অনেক ভালো।
  • টেটলি গ্রিন টি: টেটলি গ্রিন টি দাম অনুযায়ী ভালো ।
  • ফ্রেশ গ্রিন টি: ফ্রেশ গ্রিন টি বাজারে খুব বেশি দেখা না গেলেও এর বাজার চাহিদা অনেক বেশি। এই গ্রিন টিও পান করতে খুব সুস্বাদু।
এক কথায় বলতে গেলে উপরের উল্লেখিত ব্র্যান্ডের গ্রিন টি গুলো শরীরের জন্য খুব ভালো। নিয়মিত দিনে দুইবার গ্রিন টি পান করতে পারলে শরীরের জন্য বেশি ভালো।

শেষ কথা

পরিশেষে বলা যায় যে আজকের সম্পূর্ণ আলোচনাটি ছিল গ্রিন টি দাম কত। তাছাড়া আজকের আর্টিকেল লিপটন গ্রিন টি এর দাম, ইস্পাহানি গ্রিন টি দাম এবং অর্গানিক গ্রিন টি দাম কত তা উল্লেখ করেছি।

যদি আজকের আর্টিকেলটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ব্লগ সাইটে আবার আসবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার আর্টিকেলে কোনো ধরণের ভূল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ🌸

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url