রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশে দাম কত ২০২৪ জেনে নিন

রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশে দাম কত ? আর রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশে কবে আসবে এই চিন্তা করতে করতে ২১শে অক্টোবর ইফাদ মটরস লিমিটেড বাংলাদেশের মার্কেটে রয়েল এনফিল্ড বাইকের ৪ টি মডেল লঞ্চিং করে।

শুরুতে রয়েল এনফিল্ড বাইক গুলোর দাম নিয়ে মানুষ চমকে গেছে। রয়েল এনফিল্ড বাইক এর দাম এত কত কিভাবে হতে পারে? আশ্চর্যজনক হলেও সত্যি যে রয়েল এনফিল্ড বাইক গুলো ৫ লাখ টাকার কমেই পাওয়া যাবে! তবে চলুন জেনে নেওয়া যাক রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশে দাম কত?

আরো পড়ুনঃ সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত টাকা

সুচিপত্রঃ রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশে দাম কত

রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশে দাম কত

রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশে দাম কত এই নিয়ে মানুষের মনে অনেক জল্পনা কল্পনা ছিল। সব ধরনের জল্পনা কল্পনা শেষ করে ইফাত মটরস লিমিটেড বাংলাদেশের বাজারে রয়েল এনফিল্ড ব্র্যান্ডের চারটি বাইক লঞ্চিং করে।

তবে মজার বিষয় হচ্ছে এই যে বাইকগুলো আপনি ৩ লাখ ৪০ হাজার টাকা থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন। বাংলাদেশের বাজারে মোট ৪ টি মডেল লঞ্চিং করা হয়েছে। রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম ও মডেল গুলো হলোঃ

  1. রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ - দাম ৩ লাখ ৪০ হাজার টাকা
  2. রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০ - দাম ৪ লাখ ৫ হাজার টাকা
  3. রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ - দাম ৪ লাখ ১০ হাজার টাকা
  4. রয়েল এনফিল্ড মিটিয়র ৩৫০ - দাম ৪ লাখ ৩৫ হাজার টাকা
তবে আপনি যদি রয়েল এনফিল্ড বাইকগুলোর মধ্যে কোন একটি কিনতে চান, তাহলে আপনাকে অবশ্যই রয়েল এনফিল্ড বাইকের শোরুমে গিয়ে প্রি-বুকিং করতে হবে। অথবা তাদের অনলাইন Royal Enfield ওয়েবসাইটে গিয়ে প্রি-বুকিং করতে হবে।

রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত

রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশে এত কম দামে নিয়ে এসেছে যা সকলের কল্পনার বাহিরে ছিলো। রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশে দাম শুরু হয়েছে মাত্র ৩লাখ ৪০ হাজার টাকা থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকা।

আর কেনার সময় রয়েল এনফিল্ড বাইক গুলোতে কোনো কিছু কাস্টমাইজ করে নিতে চান তাহলে আপনাকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে। সে ক্ষেত্রে রয়েল এনফিল্ড বাইক গুলোর দাম তুলনামূলক বেশি হবে। রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশে দাম কত দেখে নিন।

রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশে দাম কত

S.N Bike Model Engine CC Price in Bangladesh
1 Royal Enfield Hunter 350 350cc 340000 Taka
2 Royal Enfield Classic 350 350cc 405000 Taka
3 Royal Enfield Bullet 350 350cc 401000 Taka
4 Royal Enfield Meteor 350 350cc 435000 Taka

রয়েল এনফিল্ড বাইক কিনতে হলে আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট Royal Enfield অথবা শোরুমে গিয়ে প্রিবুকিং করতে পারবেন।

রয়েল এনফিল্ড বাংলাদেশে কবে আসবে

রয়েল এনফিল্ড বাংলাদেশে কবে আসবে বলতে বলতে ২১ শে অক্টোবর ২০২৪ সালে ইফাদ মটরস লিমিটেড বাংলাদেশের বাজারে ৪ টি মডেলের বাইক লঞ্চিং করে। বাংলাদেশ সরকার ৩৭৫ সিসি পর্যন্ত বাইকের রোড পারমিট দেয়ার পর দীর্ঘ এক বছরের চেষ্টায় ইফাদ মটরস লিমিটেড বাংলাদেশে রয়েল এনফিল্ড বাইক লঞ্চিং করে।

রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ প্রাইস ইন বাংলাদেশ

রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ প্রাইস ইন বাংলাদেশ ৪ লাখ ১০ হাজার টাকার। রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ বর্তমানে বাংলাদেশে এত কম দামে পাওয়া যাবে এটা বাইক প্রেমীদের জন্য সুখবর। মাত্র ২৫ হাজার টাকায় রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ বাইকটি প্রিবুক করতে পারবেন। রয়েল এনফিল্ড বাইক শুধু মাত্র প্রিবুকিং এর মাধ্যমেই কিনতে পারবেন।

রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০ প্রাইস ইন বাংলাদেশ

রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০ প্রাইস ইন বাংলাদেশ ৪ লাখ ৫ হাজার টাকা। রয়েল এনফিল্ড ক্লাসিক প্রেমীদের জন্য বাইকের প্রাইসটি অন্যান্য ব্রান্ডের বাইকের তুলনায় অনেক কম। রয়েল এনফিল্ড ক্লাসিক বাইকটি কিনতে গেলে আপনাকে অবশ্যই প্রি বুকিং করতে হবে।

রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ প্রাইস ইন বাংলাদেশ

রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ প্রাইস ইন বাংলাদেশ ৩ লাখ ৪০ হাজার টাকা। রয়েল এনফিল্ড হান্টার লাভারদের জন্য প্রাইসটি অন্যান্য ব্রান্ডের বাইকের তুলনায় কম। অবশ্যই আপনি যদি বাইকটি কিনতে চান তাহলে রয়েল এনফিল্ড বাইকের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রি অর্ডার করতে হবে।

রয়েল এনফিল্ড মিটিয়র ৩৫০ প্রাইস ইন বাংলাদেশ

রয়েল এনফিল্ড মিটিয়র ৩৫০ প্রাইস ইন বাংলাদেশ ৪ লাখ ৩৫ হাজার টাকা। যেটি কিনা এই বাজেটের মধ্যে সেরা একটি বাইক। অবশ্যই আপনি যদি বাইকটি কিনতে চান তাহলে রয়েল এনফিল্ড বাইকের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রিবুকিং করতে হবে।

রয়েল এনফিল্ড 350

রয়েল এনফিল্ড 350 বাইক গুলো বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। রয়েল ইনফিল্ড বাইক গুলোর দাম অন্য ব্র্যান্ডের বাইকগুলোর তুলনায় অনেক কম। তাই আপনি রয়েল এনফিল্ড 350 প্রেমী হলে প্রিবুকিং এর মাধ্যমে বাইক কিনতে পারেন।

রয়েল এনফিল্ড প্রাইস

রয়েল এনফিল্ড প্রাইস বাংলাদেশে ৩ লাখ ৪০ হাজার টাকা থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে। তবে আপনি আপনার পছন্দ অনুযায়ী রয়েল এনফিল্ড বাইক গুলো কাস্টমাইজ করতে পারবেন। সে ক্ষেত্রে রয়েল এনফিল্ড বাইক গুলো প্রাইস বেড়ে যাবে। রয়েল এনফিল্ড বাইক দাম হিসেবে বাইকারদের জন্য সেরা প্রাইস অফার করছে।
  1. রয়েল এনফিল্ড হান্টার 350 প্রাইস ৩ লাখ ৪০ হাজার টাকা
  2. রয়েল এনফিল্ড ক্লাসিক 350 প্রাইস ৪ লাখ ৫ হাজার টাকা
  3. রয়েল এনফিল্ড বুলেট 350 প্রাইস ৪ লাখ ১০ হাজার টাকা
  4. রয়েল এনফিল্ড মিটিয়র 350 প্রাইস ৪ লাখ ৩৫ হাজার টাকা
আপাতত উপরের এই ৪টি রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশে পাওয়া যাচ্ছে।

রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম

রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশে দাম কত এবং রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম নির্ধারণ করা হয়েছে বাইক প্রেমীদের কথা চিন্তা করে। রয়েল এনফিল্ড বাইক গুলোর দাম বাইকার দের জন্য খুবই সুখবর বয়ে এনেছে। বর্তমানে বাংলাদেশে 3 লাখ 40 হাজার টাকা থেকে 4 লাখ 35 হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। আপনি কাস্টমাইজ করে কিনলে রয়েল এনফিল্ড বাইকের প্রাইস বাড়বে।

রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশ

রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশ বাজারে ৪ টি মডেল পাওয়া যাচ্ছে। রয়েল এন ফিল্ড বাইকগুলো আপনি চাইলে সাথে সাথে গিয়ে কিনতে পারবেন না। এই জন্য আপনাকে অবশ্যই প্রিবুকিং করতে হবে। বর্তমানে রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশের দাম হিসেবে সেরা প্রাইসে দিচ্ছে।

রয়েল এনফিল্ড নিউ মডেল

রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশে দাম কত এবং রয়েল এনফিল্ড নিউ মডেল গুলো কি কি বাংলাদেশে পাওয়া যাচ্ছে দেখে নিন।
  1. Royal Enfield Hunter 350
  2. Royal Enfield Classic 350
  3. Royal Enfield Bullet 350
  4. Royal Enfield Meteor 350
রয়েল এনফিল্ড নিউ মডেল বাইকগুলোর ইঞ্জিন ৩৫০ সিসি পর্যন্ত। আর কোম্পানির তথ্য অনুযায়ী রয়েল এনফিল্ড নিউ মডেলের বাইক গুলো ৪৪ কিলোমিটার মাইলেজ দেবে।

রয়েল এনফিল্ড বাইক কিভাবে কিনব

রয়েল এনফিল্ড বাইক কিনতে হলে আপনাকে তাদের শোরুমে গিয়ে অথবা অনলাইনে Royal Enfield ওয়েবসাইট থেকে প্রি-বু্কিং করতে হবে। মাত্র ২৫ হাজার টাকা জমা দিয়েই আপনি রয়েল এনফিল্ড বাইক প্রি-বুকিং করতে পারবেন। একমাত্র প্রি-বুকিং করার মাধ্যমেই আপনি রয়েল এনফিল্ড বাইক কিনতে পারবেন।

রয়েল এনফিল্ড বাইক শোরুম ইন বাংলাদেশ

রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশে দাম কত  এবং শোরুম ঠিকানা জানতে চান? তাহলে রয়েল এনফিল্ড এর ঢাকা বাংলাদেশের একমাত্র শোরুম এর ঠিকানা হচ্ছে ঃ
  • 42/1 Tejgaon, I/A Dhaka - 1208
যেখানে আপনারা পেয়ে যাবেন রয়েল এনফিল্ড এর বাইক, পার্টস, সার্ভিস সহ যাবতীয়  সকল কিছু। তেজগাঁও থেকে মহাখালী যাওয়ার হাতের বাম দিকেই পেয়ে যাবেন রয়েল এনফিল্ড এর বিশাল শোরুমটি।

শেষ কথা

পরিশেষে একটা কথাই বলতে চাই, রয়েল এনফিল্ড বাংলাদেশ যে এত কম দামে তাদের বাইকগুলো বাইকারদের জন্য নিয়ে এসেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা যদি রয়েল এনফিল্ড লাভার হয়ে থাকেন অবশ্যই বাইক গুলো আপনাদের জন্য সেরা চয়েস হিসেবে বিবেচিত হবে। রাস্তায় একবার বাইক নিয়ে বের হলে মানুষ আপনার বাইকের ক্লাসিক লুকের দিকে তাকিয়ে থাকবে।

এই দামে অন্য কোন ব্র্যান্ড এত আকর্ষণীয় লুকিং যুক্ত বাইক দিতে পারবে না। তাহলে আপনারা আজকে জানতে পারলেন রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশে দাম কত। যদি আপনি এই পোস্টটি পড়ে একটু উপকৃত হতে পারেন তাহলে অবশ্যই নিচে একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ 💗

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url