কাতারের ভিসা প্রসেসিং করতে কি লাগে - Qatar visa processing System
কাতারের ভিসা প্রসেসিং করতে কি কি লাগে এবং এর প্রক্রিয়া টা কি এই সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান? কাতারের ভিসা প্রসেসিং দুইভাবে হয়ে থাকে একটি বাংলাদেশ হয়ে থাকে আবার কাতারেও হয়ে থাকে।
আর আপনি যদি সঠিক কোন মাধ্যমে
কাতারে যাওয়ার ভিসা প্রসেসিং প্রক্রিয়াটি করতে পারেন তাহলে আপনি খুব
দ্রুতই কাতারের ভিসা পেয়ে যাবেন। তবে চলুন জেনে নেওয়া যাক কাতারের
ভিসা প্রসেসিং করতে কি লাগে ?- Qatar visa processing System. আর কিভাবে কাতার ভিসা পাবেন।
সূচিপত্রঃ কাতারের ভিসা প্রসেসিং করতে কি লাগে - Qatar visa processing System
কাতারের ভিসা প্রসেসিং করতে কি লাগে
কাতারের যে ভিসা প্রসেসিং সিস্টেম রয়েছে ভিসা উঠানোর জন্য যদি আপনি কাতারে যেতে চান তাহলে আপনার ওইখানে যে মাধ্যম রয়েছে, কাতারে যে মালিক রয়েছে সে আপনার জন্য কাতার সরকারের কাছে আবেদন করবে । তারপর কাতার সরকার যদি আবেদনটি এপ্রুভ করে সে ক্ষেত্রে আপনাকে একটি পেপার দেবে।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে কাতার যেতে কত টাকা লাগে - কাতার ভিসার দাম কত টাকা
আর পেপার না দেওয়া পর্যন্ত তারা আপনার কাছ থেকে পাসপোর্ট নেবে না। যতক্ষণ পর্যন্ত না আপনার আবেদনের অ্যাপ্রভাল ব্যাপারটি আসে সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আর যখনই অ্যাপ্রভাল পেপারটি আসবে তখন আপনাকে মেডিকেল অ্যাপার্টমেন্ট এর জন্য ডেট এপ্লাই করবে।
এই সম্পূর্ণ কাজটি কাতার থেকেই করা হবে। তারপর মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট ডেট ঠিক হয়ে গেলে আপনাকে বাংলাদেশ থেকে মেডিকেল করাতে হবে। আর এরপরেই যখন আপনার এখানকার মেডিকেল রিপোর্ট আর পাসপোর্ট এর ডকুমেন্ট যখন সাবমিট করা হবে ঠিক তখনই ভিসাটা আপনার নাম হয়ে বের হয়ে আসবে।
এরপর এই ভিসাটি আপনার বাংলাদেশে আসবে। এরপর বাংলাদেশে আসার পর এই ভিসার জন্য আপনাকে বেশ কিছু কাজ রয়েছে।
বাংলাদেশে কাতারের ভিসা প্রসেসিং করতে কি লাগে
বাংলাদেশে কাতারের ভিসা প্রসেসিং কাজটি বেশিরভাগ ক্ষেত্রেই কাতার সরকার করে থাকে। বাংলাদেশ থেকে আপনার মেডিকেল রিপোর্ট এবং পাসপোর্ট কপি দিলে আপনার কাতার ভিসা বাংলাদেশের চলে আসে। সেই ক্ষেত্রে বাংলাদেশে আপনাকে ঠিক সময় মেডিকেল রিপোর্ট করাতে হয় এবং আপনার ভিসার কাগজপত্র একসঙ্গে জমা করে বাংলাদেশে নিযুক্ত কাতারের ভিসা অফিস হতে সকল কাগজপত্রে সত্যায়িত করে নিতে হয়।
সত্যায়িত করার মাধ্যমে বোঝা যায় যে কাগজগুলো আসলেই অরিজিনাল। তারপরে আপনাকে
বাংলাদেশে যেকোনো এজেন্সির কাছে গেলেই আপনি কাতারে যাওয়ার সকল তথ্য সম্পর্কে
সঠিকভাবে জানতে পারবেন।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে কাতার যেতে কত টাকা লাগে - কাতার ভিসার দাম কত টাকা
কাতারের ভিসা প্রসেসিং করতে কি কি কাগজপত্র লাগে
কাতারের ভিসা প্রসেসিং করতে মোটামুটি বেশ কিছু কাগজপত্রের দরকার হয়ে থাকে। আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। শুরুতে আপনার মেডিকেল রিপোর্ট করাতে হবে। তাছাড়া আপনার কোন ধরনের রোগ আছে কিনা সেটি মেডিকেল রিপোর্টের মাধ্যমে ধরা পড়বে। মেডিকেল রিপোর্ট ঠিকঠাক থাকলে আপনি বাংলাদেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভিসা পেয়ে যাবেন। আর কাগজপত্র যেগুলো লাগবে সেগুলো হচ্ছেঃ-
- পাসপোর্ট এর অরিজিনাল কপি
- কাটার বিচার অরিজিনাল কপি
- মেডিকেল রিপোর্ট
- কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেইগুলোর ডকুমেন্ট
- বিঃদ্রঃ এইগুলো কাগজপত্র গুলো বাংলাদেশে নিযুক্ত কাতার ভিসা অফিসে গিয়ে সত্যায়িত করে নিতে হবে। কারণ কাগজগুলো কি আসলেই অরিজিনাল না নকল এগুলো যাচাই-বাছাইয়ের জন্য।
কাতার ভিসা কত টাকা
কাতার যেতে হলে আপনাকে অবশ্যই পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগবে। আপনি যদি সরকারি বা লিগাল কোন উপায় যেতে পারেন তাহলে আপনার 5 থেকে 6 লাখ টাকা অবশ্যই লাগবে। আর আপনি যদি কোন দালালের মাধ্যমে বা অন্য যেকোনো এজেন্সির মাধ্যমে কাতার যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে এর থেকেও বেশি টাকা লাগতে পারে।
তাই দালালের মাধ্যমে গেলে আপনাকে ৭ থেকে ১০ লাখ টাকা বাজেট ধরে রাখতে হবে। তাই
পরামর্শ থাকবে সরকারি কোনো এজেন্সির মাধ্যমে কাতার যাওয়ার ভিসা করলে আপনার খরচ
কম হবে।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে কাতার যেতে কত টাকা লাগে - কাতার ভিসার দাম কত টাকা
শেষ কথা
পরিশেষে আপনাকে একটি কথাই বলতে চাই, কাতার ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই সঠিক এবং বিশ্বস্ত কোন এজেন্সি আপনাকে নির্বাচন করতে হবে। বর্তমানে বিভিন্ন দালালেরা ভিসা দেওয়ার নাম করে নকল ভিসা দিয়ে থাকে। এতে করে বাংলাদেশিরা প্রতারিত হচ্ছে দিনের পর দিন।
আর এই ভিসা নিয়ে আপনি কাতার ঠিকই যেতে পারছেন কিন্তু কাতারে গিয়ে নকল ভিসা
হওয়ার জন্য ধরা খেয়ে যাচ্ছেন। তাই ঝুঁকি নেওয়ার থেকে লিগাল কোন উপায়ে
ভিসা প্রসেসিং করলে আপনার সেই অনিশ্চয়তাটা দূর হবে। চেষ্টা করবেন দালাল
থেকে দূরে থাকার। ধন্যবাদ💗
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url