জার্মানিতে কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি
আপানার যদি শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি জার্মানি কাজের ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। জার্মানিতে কাজের চাহিদা বেশি এবং জার্মানিতে কাজের বেতনও বেশি। তবে চলুন জেনে নেওয়া যাক জার্মানি তে কোন কাজের চাহিদা বেশি?
সূচিপত্রঃ জার্মানিতে কোন কাজের চাহিদা বেশি
- জার্মানিতে কোন কাজের চাহিদা বেশি
- জার্মানিতে সর্বনিম্ন বেতন কত ২০২৪
- জার্মানি কাজের ভিসা ২০২৪
- জার্মানিতে কৃষি কাজের বেতন কত
- জার্মানিতে বেতন কত
- জার্মানিতে মাসিক খরচ
- শেষ কথা
জার্মানিতে কোন কাজের চাহিদা বেশি
জার্মানিতে কোন কাজের চাহিদা বেশি এটা জানা অবশ্যই প্রয়োজন। কারণ জার্মানিতে এসে কোন কাজ করলে আপনার জন্য ভালো হবে এইটা সর্ম্পকে সঠিক গাইডলাইন পাবেন। জার্মানিতে অনেক ধরনের কাজের চাহিদা রয়েছে। এই কাজগুলো হলোঃ
- তথ্য প্রযুক্তি বা আইটি সেক্টরঃ সাইবার সিকিউরিটি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালিসিসের কাজের চাহিদা অনেক রয়েছে।
- স্বাস্থ্য সেবাঃ ডাক্তার, নার্স পরিছন্নতা কর্মী এবং অন্যান্য স্বাস্থ্যসেবায় যারা নিয়োজিত তাদের জন্য কাজের চাহিদা অনেক বেশি রয়েছে।
- বিক্রয় ও বিপণনঃ বিভিন্ন সুপার শপে অনেক কর্মীর চাহিদা রয়েছে।
- ডেলিভারি করা : অনলাইনের বা হোটেল রেস্টুরেন্ট খাবার এবং পার্সেল ডেলিভারি করার জন্যেও কাজের চাহিদা রয়েছে।
- প্রকৌশলঃ ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং প্রকৌশলীদের জন্য কাজের ব্যাপক চাহিদা রয়েছে।
- শিক্ষা প্রতিষ্ঠানঃ যারা ইংরেজি ভাষার দক্ষ এবং ইংরেজিতে অনার্স এবং মাস্ট্রাস প্রোগ্রাম সার্টিফিকেট রয়েছে তাদের জন্য শিক্ষকতা পেশার চাহিদা রয়েছে।
আরো পড়ুনঃ সুইডেন স্টুডেন্ট ভিসা সম্পূর্ণ খরচ কত
জার্মানিতে কাজের সুযোগ খুঁজতে হলে অবশ্যই আপনাকে ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে হবে। কারণ ইংরেজি দক্ষতা না থাকলে আপনি কোনো ভাবেই কোনো কাজ সঠিক ভাবে করতে পারবেন না।
জার্মানিতে সর্বনিম্ন বেতন কত ২০২৪
জার্মানিতে সর্বনিম্ন বেতন কত ২০২৪ সালে বেতন প্রতি ১ ঘন্টায় €১২ ইউরো অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় ১৫ হাজার টাকার মতো। আর প্রতি মাস শেষে €১৫০০ ইউরো থেকে €২০০০ ইউরো পর্যন্ত মাসে বেতন হয়ে থাকে যা বাংলাদেশী টাকায় প্রায় ২ লাখ থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত।
জার্মানি কাজের ভিসা ২০২৪
জার্মানিতে কোন কাজের বেতন বেশি এবং কোন কাজের বেতন বেশি এইগুলো আগে জেনে নিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে। জার্মানি কাজের ভিসা পাওয়ার জন্য অনেক ধরনের নিয়ম কানুন এবং গুরুত্বপূর্ণ তথ্য জানা জরুরী। জার্মানি কাজের ভিসার জন্য গুরুত্বপূর্ণ বিষয় গুলো হলোঃ
1. ভিসার ধরনঃ জার্মানি যাওয়ার জন্য বেশ কয়েকটি কাজের ভিসা পাওয়া যায়, যেমনঃ
- সাধারণ কাজের ভিসা
- উচ্চ দক্ষতা বা ব্লু কার্ড
- শিক্ষা ও গবেষণার ভিসা
2. যোগ্যতাঃ জার্মানি কাজের ভিসা নিয়ে যিনি যাবেন তাকে এই জিনিসটা আগে প্রয়োজন হবেঃ
- শিক্ষাগত যোগ্যতা
- জার্মানি থেকে একটি কোম্পানির প্রমাণপত্র
- জার্মান ভাষা অথবা ইংরেজি ভাষার দক্ষতা
3. প্রক্রিয়াঃ জার্মানি কাজের ভিসা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই জার্মান দ্রুতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েঃ
- জার্মানি ভিসার জন্য আবেদন করতে হবে
- সকল প্রয়োজনীয় কাগজপত্র যেমনঃ মেয়াদ সর্ম্পূণ অরিজিনাল পাসপোর্ট , শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটে এবং কোন কোম্পানি বা কাজের জন্য যাবেন তার সকল ডকুমেন্ট।
- তারপর জার্মানি ভিসা ফি জমা দিতে হবে।
4. সময় বা মেয়াদঃ জার্মানি ভিসা প্রসেস হতে ১ মাস থেকে ২ অথবা ৩ মাসের বেশিও সময় লেগে যায়।
তাই জার্মানি কাজের ভিসা আবেদন করার সময় এই বিষয় গুলো অবশ্যই আগে রেডি রেখে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে জার্মানি যাওয়ার উপায়
জার্মানিতে কৃষি কাজের বেতন কত
জার্মানিতে কৃষি কাজের বেতন কত এটা নির্ভর করবে আপনি কি ধরনের কাজ করছেন এবং কোন অঞ্চলে কৃষি কাজ করছেন তার উপরে। জার্মানিতে কৃষি কাজের অভিজ্ঞতার ওপর নির্ভর করবে আপনার জার্মানিতে কৃষি কাজের বেতন কত হবে।
জার্মানিতে কৃষি কাজের বেতন হয়ে থাকে €৯ ইউরো থেকে €১২ ইউরো পর্যন্ত বাংলাদেশী টাকায় যা কি না ১১ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত।
জার্মানিতে বেতন কত
জার্মানিতে বেতন কত এটা একেক পেশাজীবীর ক্ষেত্রে একেক রকম বেতন হয়ে থাকে। এক নজরে জেনে নিন জার্মানিতে বেতন কত?
- শ্রমিক বা মজুরিঃ প্রতি ১ ঘণ্টায় বেতন €১২ ইউরো বা প্রায় ১৫ হাজার টাকার মতো।
- তথ্য প্রযুক্তি বা আইটি সেক্টর: এই সেক্টরে যারা কাজ করেন তারা মাসিক বেতন €৫০,০০০ থেকে €৭০,০০০ হাজার ইউরো অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় ৫ লাখ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত পেয়ে থাকেন।
- স্বাস্থ্যসেবাঃ জার্মানিতে স্বাস্থ্যসেবায় যারা নিয়োজিত থাকেন তাদের মধ্যে নার্সদের মাসিক বেতন €৩৫,০০০ থেকে €৫০,০০০ হাজার ইউরো অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় ৩ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত পেয়ে থাকেন।
- ডাক্তারঃ ডাক্তাররা তাদের অভিজ্ঞতা অনুযায়ী মাসিক বেতন €৬০,০০০ থেকে €১২০,০০০ ইউরো অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় লাখ ৭ লাখ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত পেয়ে থাকেন।
- প্রকৌশলীঃ জার্মানিতে ইঞ্জিনিয়ারদের জন্য মাসিক বেতন €৪০,০০০ থেকে €৬০,০০০ ইউরো অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় ৫ লাখ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত।
- কৃষি কাজেঃ কৃষি কাজে জার্মান শ্রমিকদের বেতন প্রতি এক ঘণ্টায় €৯ থেকে €১২ ইউরো অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় ১১ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত।
আরো পড়ুনঃ সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত টাকা
জার্মানিতে মাসিক খরচ
জার্মানিতে মাসিক খরচ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন: শহর, জীবনযাপন পরিবেশে এবং আপনার ব্যক্তিগত খরচ ও লাইফস্টাইল ইত্যাদি। আপনাদের সুবিধার জন্য জার্মানিতে মাসিক খরচ কত এই সম্পর্কে ধারণা দেয়া হলঃ
- বাসস্থানঃ জার্মানিতে কোন শহরে রয়েছেন তার ওপর বাসস্থান ভাড়া নির্ভর করে। জার্মানির বড় বড় শহরে থাকতে গেলে আপনাকে মাসে €৮০০ থেকে €১৫০০ ইউরো অর্থাৎ বাংলাদেশী টাকায় ১লাখ থেকে ২ লাখ টাকা খরচ হবে।
- খাবরঃ মাসিক খাবারের বাবদ খরচ হবে €২০০ থেকে €৪০০ ইউরো অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা।
- পরিবহন বা যাতায়াতঃ পাবলিক ট্রান্সপোর্ট এর জন্য মাসিক খরচ হবে €৭০ থেকে €১০০ ইউরো অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় ১০ হাজার থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত।
- বিদ্যুৎ ও গ্যাসঃ মাসে শেষ খরচ হবে €১০০ থেকে €২০০ ইউরো অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত।
- মোবাইল ও ইন্টারনেটঃ মাসে খরচ হবে €৩০ থেকে €৭০ ইউরো অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় ৪ হাজার থেকে ৯ হাজার টাকা পর্যন্ত।
- স্বাস্থ্য বীমাঃ এই বাবদ মাসে খরচ হবে €১০০ থেকে €৪০০ ইউরো অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় ১৩ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। এটি সম্পূর্ণ ভাবে নির্ভর করবে আপনি কোন কাজের সাথে যুক্ত রয়েছেন।
অতএব, জার্মানিতে একজন মানুষের মাসিক খরচ গিয়ে দাঁড়ায় €১২০০ থেকে €২৫০০ ইউরো অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ টাকার মত।
শেষ কথা
পরিশেষে একটা কথা বলতে চাই আজকের সম্পূর্ণ আলোচনাটি ছিল জার্মানিতে কোন কাজের চাহিদা বেশি । জার্মানিতে মোটামুটি সব ধরনের কাজের চাহিদা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল তথ্য প্রযুক্তি বা আইটি সেক্টর, স্বাস্থ্য সেবা, ও বিপণন অর্থাৎ সুপার শপে যারা কাজ করে, প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার , শিক্ষা প্রতিষ্ঠান যেমন শিক্ষক এবং কৃষি কাজের চাহিদা অনেক বেশি।
অতএব আজকের সম্পূর্ণ আলোচনাটি যদি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই অনেক উপকৃত হবেন। আর যদি উপরের আলোচনাটি ভালো হয়ে থাকে এবং কোন ধরনের ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ🌸
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url