কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায়

কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায় এটি আপনার দক্ষতা ও রেজাল্ট এর ওপর নির্ভর করবে। তাছাড়া বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা কি এবং কিভাবে বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ পাওয়া যাবে এটা নিয়ে জানতে চান।
আপনারা অনেকেই আর্থিক সমস্যার কারণে দক্ষতা থাকা শর্তেও বিদেশে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারেন না। তবে চলুন জেনে নেওয়া যাক কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায়! আর আবেদন প্রক্রিয়া গুলো কি কি?

সূচিপত্রঃ কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায়

কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায়

কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায় এটা জানা যেমন জরুরী তেমনি বিদেশে স্কলার্শিপ পাওয়ার যোগ্যতা অর্জন করাটাও দরকারি। বর্তমানে বাংলাদেশের অনেক স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে লেখাপড়া করতে যাচ্ছে। কোন কোন দেশের সহজে স্কলারশিপ পাওয়া যায় দেখে নিনঃ
  1. জার্মানি: DAAD স্কলারশিপ, এরাসমাস মুণডুস স্কলারশিপ পাওয়ার মাধ্যমে জার্মানি সব ইউরোপের বেশ কয়েকটি দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায়।
  2. নেদারল্যান্ড: হল্যান্ড স্কলারশিপ এবং অরেঞ্জ টিউলিপ স্কলারশিপ পাওয়া যায় নেদারল্যান্ড এর বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। যেখানে টিউশন ফি সর্ম্পূণ ফ্রি।
  3. কানাডা: উচ্চশিক্ষার জন্য কানাডা খুবই ভালো দেশ। কানাডায় Vanier Canada Graduate Scholarships এবং Trudeau Foundation Scholarships এর মাধ্যমে খুব সহজেই স্কলারশিপ পাওয়া যায়।
  4. সুইডেন: অনার্স প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম সহ পিএইচডি (PhD) এই তিনটি প্রোগ্রামে খুব সহজে স্কলারশিপ পাওয়া যায়। মূলত Swedish Institute Scholarships এবং Eramus Mundus Scholarships এই দুইটি স্কলারশিপ পাওয়া যায়।
  5. নরওয়ে: নরওয়েতে উচ্চশিক্ষার জন্য Quota Scheme ,Erasmus Mundus স্কলারশিপ পাওয়া যায়।
  6. অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়াতে Australia Awards, Endeavour Scholarships এবং Fellowships এই কয়েকটি স্কলারশিপ সহজে পাওয়া যায়।
  7. ফিনল্যান্ড: ইংরেজি ভাষার উপর দক্ষতা থাকলে খুব সহজেই ফিনল্যান্ডে ইংরেজি প্রোগ্রামে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়া যায়।
  8. যুক্তরাজ্য বা ইংল্যান্ড: Chevening Scholarships এবং Commonwealth Scholarships এর মধ্যে যুক্তরাজ্য বা ইংল্যান্ডে খুব সহজেই স্কলারশিপ পাওয়া যায়।
  9. নিউজিল্যান্ড: নিউজিল্যান্ডের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বেশ কয়েকটি স্কলারশিপ বিদেশি শিক্ষার্থীদের জন্য দিয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে New Zealand International Scholarships।
অতএব কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায় বলতে গেলে জার্মানি, নেদারল্যান্ড কানাডা সুইডেন নরওয়ে অস্ট্রেলিয়া ফিনল্যান্ড যুক্তরাজ্য নিউজিল্যান্ড এই কয়েকটি দেশে সহজেই স্কলারশিপ পাওয়া যায়।

বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা

বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে অনেক কিছু প্রয়োজন হয়। নিচে বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা অনুযায়ী যা যা থাকা দরকার উল্লেখ করা হলঃ

1. শিক্ষাগত যোগ্যতা
  • একাডেমিক ফলাফল: উচ্চ মাধ্যমিক (HSC) বা স্নাতক (Honours) পর্যায়ে জিপিএ বা সিজিপিএ রেজাল্ট ভালো থাকা লাগবে।
2. ভাষার যোগ্যতা
  • বিদেশে স্কলারশিপ পাওয়ার জন্য আপনার ইংরেজি ভাষা IELTS ও TOEFL এ আপনার স্কোর ৬.৫ থাকা আবশ্যক। তাছাড়া সেই দেশের স্থানীয় ভাষার দক্ষতা থাকতে হবে।
3. ব্যক্তিগত যোগ্যতা
  • অনেক ক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার প্রয়োজন লাগতে পারে।
4. অন্যান্য যোগ্যতা
  • বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতার ক্ষেত্রে অনেক দেশ পারিবারিক এবং আর্থিক অবস্থা বিবেচনা করে থাকেন। এইজন্য আপনার পরিবারিক এবং আর্থিক অবস্থার প্রমাণ হিসেবে বিভিন্ন ধরনের ডকুমেন্ট দরকার হতে পারে।
5. আবেদন প্রক্রিয়া
  • বিদেশে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সঠিক এবং নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
অতএব কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায় এটি আপনাকে আগে অবশ্যই জানতে হবে। আর তারপর সেই দেশের শর্ত অনুযায়ী যদি আপনি যদি নিজেকে প্রস্তুত রাখতে পারেন তাহলে অবশ্যই বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা আপনি পাবেন।

বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ

বিদেশে ফুল ফ্রি স্কলারশপ পাওয়ার জন্য অনেক ধরণের মাধ্যম রয়েছে। আপনি যদি এই মাধ্যম গুলো মেনে অনুসন্ধান করেন তাহলে খুব সহজে বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ পাবেন। নিচে জেনে নিন কি কি উপায়ে বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ পাওয়া যায়।
  1. শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় অনুসন্ধানঃ বিশ্বের অনেক উন্নত দেশ আছে যারা পিছিয়ে পড়া দেশগুলোর জন্য ফুল ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে। এই দেশ গুলো আপনাকে বেছে নিতে হবে যে আপনি কোন দেশে বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে যেতে চান। যেমন: চেভেনিং স্কলার্শিপ (যুক্তরাজ্য), ফুলব্রাইট স্কলারশিপ (যুক্তরাষ্ট্র), এবং এরাসমাস মুণডুস (ইউরোপ) সহ অন্যান্য।
  2. শিক্ষাগত যোগ্যতাঃ বিদেশে ফুল ফ্রী স্কলারশিপের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা আবশ্যক। এক্ষেত্রে আপনার জিপিএ বা সিজিপিএ যদি ভালো থাকে তাহলে খুব সহজে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বাড়ে।
  3. ভাষার দক্ষতাঃ বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ পাওয়ার জন্য আপনার ইংরেজি ভাষার প্রতি দক্ষতা থাকতে হবে। যেমন: TOEFL বা IELTS স্কোর 6.5 থাকতে হবে।
  4. সরকারি ও বেসরকারি এজেন্সিঃ বিশ্বের অনেক দেশে সরকারি ও বেসরকারি এজেন্সি গুলো আন্তর্জাতিক ছাত্রদের জন্য স্কলারশিপ দিয়ে থাকে।
  5. স্কুলারশিপ আবেদন তথ্যঃ কয়েকটি অনলাইন ওয়েবসাইটে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ তথ্য প্রকাশ করে থাকে।যেমন: Scholarship.com , Fastweb.com এবং Chevening Scholarships ইত্যাদি উল্লেখযোগ্য।
  6. আবেদন প্রক্রিয়াঃ নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করলে এবং প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রেখে আবেদন করলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বাড়ে।

ফুল ফ্রি স্কলারশিপ ফর বাংলাদেশী স্টুডেন্টস

ফুল ফ্রী স্কলারশিপ ফর বাংলাদেশী স্টুডেন্টস দের জন্য বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপের সুযোগ রয়েছে। নিচে এমনি কয়টি ফুল ফ্রি স্কলারশিপের নাম উল্লেখ করা হলো।
  1. চেভেনিং স্কলারশিপঃ যুক্তরাজ্যে পড়তে যাওয়া বিদেশী শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ সরকার এই চেভেনিং স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপে টিউশন ফি সর্ম্পূণ ফ্রী।
  2. ফুল ব্রাইট স্কলারশিপঃ যুক্তরাষ্ট্র বা আমেরিকায় উচ্চ শিক্ষার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ বিদেশী শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়।
  3. কমনওয়েলথ স্কলারশিপঃ কমনওয়েলথ ভুক্ত দেশ গুলোর জন্য যুক্তরাজ্য বা ব্রিটিশ সরকার এই স্কলারশিপ নিয়ে থাকে।
  4. DAAD স্কলারশিপঃ জার্মানিতে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই DAAD স্কলারশিপ প্রদান করা হয়।
  5. এরাসমাস মুণডুস স্কলারশিপঃ ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনার্স এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য এই এরাসমাস মুণডুস স্কলারশিপ দেয়া হয়
  6. ইউনিভার্সিটি অফ সিডনি স্কলারশিপঃ বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সিডনি বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে।
  7. হল্যান্ড স্কলারশিপঃ নেদারল্যান্ডসের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপ প্রদান করে থাকে।
তাই আপনার যদি ইচ্ছা থাকে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে বিদেশে লেখাপড়া করার তাহলে আপনি ওপরের উল্লেখিত স্কলারশিপ নিয়ে বিদেশে যেতে পারবেন।

স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনা

স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনা করতে গেলে আপনি মোট দুই ধরণের স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা পাবেন। যেমনঃ
1. ফুল ফ্রি স্কলারশিপ
  • ফুল ফ্রি স্কলারশিপ এ কোনো ধরণের টিউশিন ফিস লাগবে না। টিউশন ফিস সর্ম্পূণ ফ্রী।
2. হাফ ফ্রি স্কলারশিপ
  • হাফ ফ্রি স্কলারশিপ হচ্ছে এইটাতে আপনার টিউশন অর্ধেক ফ্রি করে দেওয়া হয়। আর বাকি অর্ধেক টিউশন ফিস দেওয়া লাগে।

পরিচিত কয়েকটি স্কলারশিপ

  • Chevening Scholarships
  • Fulbright Scholarship
  • DAAD Scholarship
  • Erasmus Mundus Scholarship
  • Holland Scholarship
বিদেশে উচ্চশিক্ষার জন্যে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চাইলে আপনাকে উল্লেখিত জনপ্রিয় স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনা করলে আপনার খরচ কম হবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়।

কোন ক্লাস থেকে স্কলারশিপ পাওয়া যায়

কোন ক্লাসে থেকে স্কলারশিপ পাওয়া যায় এটার সঠিক তথ্য গুলো হলোঃ

1. মাধ্যমিক (SSC)
  • ৯ম এবং ১০ম শ্রেণীতে
1. উচ্চ মাধ্যমিক (HSC)
  • বিদেশে স্কলারশিপ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর উচ্চ মাধ্যমিক দেয়ার পরে বিদেশে ব্যাচেলর প্রোগ্রামের জন্য স্কলারশিপ পাওয়া যায়।
3. স্নাতক পা ব্যাচেলর ডিগ্রি
  • স্নাতক বা ব্যাচেলর ডিগ্রী পর্যায়ে অনেক বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে স্কলারশিপ পাওয়া যায়।
4. মাস্টার্স ডিগ্রি
  • বিদেশে অনেক বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে স্কলার্শিপ পাওয়া যায়।
5. পিএইচডি ডিগ্রি (PhD)
  • গবেষণার জন্য পিএইচডি প্রোগ্রাম এ স্কলারশিপ পাওয়া যায়।

বিদেশে স্কলারশিপ ২০২৪

বিদেশে স্কলারশিপ ২০২৪ পাওয়ার জন্য বিভিন্ন দেশে সুযোগ রয়েছে । এরমধ্যে কয়েকটি জনপ্রিয় বিদেশে স্কলারশিপ গুলো হচ্ছেঃ
  • DAAD (জার্মানি)
  • Swedish institute scholarship (সুইডেন)
  • Quota Scheme (নরওয়ে)
  • Holland Scholarship (নেদারল্যান্ডস)
  • Australia award scholarship (অস্ট্রেলিয়া)
  • Erasmus Mundus scholarship (ইউরোপীয় ইউনিয়ন)
  • Fulbight Scholarships (যুক্তরাষ্ট্র বা আমেরিকা)
  • Chevening Scholarships (যুক্তরাজ্য বা ইংল্যান্ড)
  • Vanier Canada Graduate Scholarships (কানাডা)
বর্তমানে বিদেশে স্কলারশিপ ২০২৫ এ উপরোক্ত স্কলারশিপ গুলো বেশ জনপ্রিয়। উপরোক্ত দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায়।

শেষ কথা

অতএব পরিশেষে বলা যায় , আপনি যদি বিদেশে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চান তাহলে কোন দেশের সহজে স্কলারশিপ পাওয়া যায় জানতে পারলেন। তাছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ ব্যবস্থাও চালু রয়েছে। এছাড়াও ফুল ফ্রী স্কলারশিপ ফর বাংলাদেশি স্টুডেন্ট দের জন্য আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে।

তাই আপনার যদি বিদেশে উচ্চশিক্ষার জন্য ইচ্ছা থাকে তাহলে আপনি উপরোক্ত স্কলারশিপ প্রোগ্রামগুলোতে আবেদন করতে পারেন। কর্তৃপক্ষের নিকট আপনি সঠিক বলে বিবেচিত হলে অবশ্যই আপনি স্কলারশিপ পাবেন।

আর আমার দেওয়া তথ্য গুলো আপনার কেমন লাগলো এবং লেখার মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ🌻

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url