১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার ২০২৪

 ১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার ২০২৪ কিনতে চান? কিন্তু সবচেয়ে ভালো রাউটার কোনটি খুঁজে পাচ্ছেন না! আপনি যে রাউটারটি কিনতে চাচ্ছেন তা নির্ভর করবে আপনার কাজের ভিত্তির উপর নির্ভর করে। তাই আপনার বাজেট যদি ১৫০০ টাকা হয়ে থাকে, তাহলে এই বাজেটের মধ্যে আপনি অনেকগুলো রাউটার কেনার অপশন পেয়ে যাচ্ছেন। 
এখানে আপনাদের সুবিধার জন্য বাংলাদেশের মার্কেটে সবচেয়ে বেশি ব্যবহৃত ব্র্যান্ডের রাউটার গুলোর নাম উল্লেখ করা হলো। সেইসঙ্গে আপনার যেন বাজেট অনুযায়ী রাউটার গুলো কিনতে পারেন এই জন্য রাউটার গুলোর সঙ্গে ২০২৪ সালের বর্তমান মূল্য দেওয়া হল। তবে চলুন দেখে নেওয়া যাক রাউটার দাম কত বাংলাদেশে।

সূচিপত্রঃ ১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার ২০২৪

১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার ২০২৪

১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার ২০২৪ এ কিনতে হলে আপনাকে অবশ্যই রাউটার সর্ম্পকে ভালো ধারণা থাকতে হবে। কারণ বর্তমান সময়ে বাজারে অনেক ব্র্যান্ডের রাউটার পাওয়া যাচ্ছে। সবচেয়ে ভালো রাউটার কোনটি আর কোন রাউটার টি আপনি কিনবেন সেই সম্পর্কে রাউটারের নাম ও মডেল উল্লেখ করা হলো।

  ব্র্যান্ড        রাউটার মডেল  মূল্য
TP-Link TP-Link TL-WR820N (V2) 300 Mbps Multi-Mode Wi-Fi Router  ৳1,189 
Mercusys   Mercusys MW330HP 300Mbps High Power Wireless N Router ৳ 1,609
D-Link D Link DIR-650IN Wireless N300 Router, high-performance router ৳ 1,630
Tenda Honestime Presents Tenda F3 300mbps 3 Antennas Router ৳ 1,589
TP-Link TP-Link TL-WR841N 300Mbps Wireless-N Wi-Fi Router ৳ 1,619
TP-Link TP-Link TL-WR845N 300 Mbps Wireless Wi-Fi Router ৳ 1,699
Xiaomi Mi router 4a ( gigabite edition) 1200 mbps dubal band global version ৳ 1,999
Tenda Tenda F3 300mbps 3 Antennas Easy Setup Wireless Router ৳ 1,450
Mercusys AC 1200 Dual band wireless mercusys router ৳ 1,765
TP-Link TP-Link TL-WR850N 300Mbps Wireless N-Wi-Fi Router ৳ 1,439
Xiaomi Xiaomi Mi 4C Wifi Router - Global Version- 300Mbps- 4 Antennas ৳ 1,449
Walton Walton Toronggo WIFI Wireless N Router 300Mbps, 5 dbi, 2 Antena Supports ৳ 1,350
Tenda Honestime Presents Tenda F6 300Mbps N300 4 Antenna Wifi Router ৳ 1,799
D-Link D-Link DIR-615 Wireless N300 Router ৳ 1,350
Mercusys Power Amplifier Chip attached three Antenna Wireless Mercusys Router ৳ 1,764
Cudy Cudy WR1200 AC1200 Dual Band Smart Wi-Fi Router ৳ 2,425
Mercusys Mercusys MW305R Wireless Router 300Mbps - White ৳ 1,199
Mercusys Mercusys AC10 AC1200 1200Mbps 4 Antenna Dual Band Wifi Router ৳ 1,885
TotoLink TOTOLINK N350RT 300 Mbps WiFi Router ৳ 1,299
Netis NETIS WF2419E WIRELESS N ROUTER 2   ৳ 1,498
Cudy CUDY WR300 N300 Wi-Fi Router - Wi-Fi up to 300 Mbps ৳ 1,570
Mercusys Mercusys MW330HP High Power Wireless N Router ৳ 2,000
Mercusys Mercusys MW305R 300 Mbps Three 5dBi Antenna Wi-Fi N Router ৳ 1,399
D-Link D-Link DIR-816 750 Mbps Dual-Band Wi-Fi Router ৳ 2,099
TP-Link TP-Link EC220-G5 AC1200 Wireless Dual Band Gigabit Router with Easymesh and Aginet Support ৳ 2,950

এইগুলো ১৫০০ টাকার মধ্যে সবচেয়ে ভালো রাউটার। উপরে উল্লেখিত রাউটার গুলো বাংলাদেশী অনলাইন শপিং মার্কেট প্লেসের ওপর নির্ভর করে লেখা হয়েছে। তাই এখানে উল্লেখিত সব মূল্য তালিকা গুলো ২০২৪ সালের। 
তাছাড়া আপানরা মার্কেট যাচায় করেও কিনতে পারবেন। এটা আপনার একান্ত মনের বিষয়। তবে যেটাই কিনেন না কেন এইগুলোর মধ্যে থেকেই আপনাকে কিনতে হবে। 

সবচেয়ে ভালো রাউটার কোনটি ২০২৪

সবচেয়ে ভালো রাউটার কোনটি সেটিং নির্ভর করবে আপনার বাজেটের উপর। আপনার বাজেট যত বেশি হবে আপনি তত ভালো রাউটার মার্কেট থেকে কিনতে পারবেন। বর্তমানে বাজারে ১০০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের রাউটার হয়ে থাকে।

সাধারণত কম দামের রাউটার গুলো বাসা বাড়িতে ব্যবহারের অনেকে নিয়ে থাকে এবং পরবর্তীতে নেটওয়ার্কিং ইস্যু এবং কভারেজ নিয়ে নানা ধরনের সমস্যায় ভোগে। তাই আপনি যদি সবচেয়ে ভালো রাউটার খুঁজতে চান তাহলে আপনাকে অবশ্যই বাজেট বাড়াতে হবে। 
নিচে আপনাদের সুবিধার জন্য বাজেট বিবেচনায় সবচেয়ে ভালো রাউটার গুলোর নাম এবং মূল্য তালিকা উল্লেখ করা হলোঃ
ব্র্যান্ড রাউটার মূল্য মূল্য
TP-Link TP-Link TL-WR841N 300Mbps Wireless Router ৳ 1,400
TP-Link TP-Link TL-WR841N 300Mbps Wireless Router ৳ 1,575
TP-Link Tp-link TL-WR845N 300Mbps Wireless Router ৳ 1,650
Mercusys Mercusys MW330HP 300Mbps High Power Wireless N Router ৳ 1,609
D-Link D Link DIR-650IN Wireless N300 Router, high-performance router ৳ 1,630
Xiaomi Xiaomi Mi 4C Wifi Router - Global Version- 300Mbps- 4 Antennas ৳ 1,449
Tenda Tenda F3 300mbps 3 Antennas Router ৳ 1,589
Xiaomi Mi router 4a ৳ 1,999

১০০০ টাকার মধ্যে রাউটার 2024

অনেকেই আপনারা ১০০০ টাকার মধ্যে রাউটার খুঁজে থাকেন! তবে আপনাদেরকে বলে রাখি এক হাজার বা বারোশো টাকার মধ্যে খুব বেশি রাউটার বাজারে নেই। আপনাদের মত কিছু সংখ্যক ক্রেতাদের জন্য কোম্পানিগুলো তাদের কম বাজেটের মধ্যে ১০০০ থেকে ১২০০ টাকার মধ্যে রাউটার মার্কেটে বাজারজাত করে থাকেন।

ব্র্যান্ড মডেল মূল্য
D-Link D-Link DIR-615 Wireless N300 Router ৳ 1,350
TP-Link TP-Link TL-WR820N (V2) 300 Mbps Multi-Mode Wi-Fi Router ৳ 1,189
Xiaomi Mercusys MW305R Wireless Router 300Mbps - White ৳ 1,199
Cudy TOTOLINK N350RT 300 Mbps WiFi Router ৳ 1,299
Tenda Rauter F3 300mbps 3 Antennas Easy Setup Wireless Router ৳ 1,484
Xiaomi Xiaomi Mi 4C Wifi Router - Global Version- 300Mbps- 4 Antennas ৳ 1,449

যদিও রাউটার গুলো মোটামুটি ভালই। আর আপনাদের যদি বাজেট কম হয়ে থাকে তাহলে আপনারা ১০০০ থেকে ১২০০ হাজার টাকার মধ্যে ভালো রাউটার গুলো দেখতে পারেন

২০০০ টাকার মধ্যে রাউটার

২০০০ টাকার মধ্যে রাউটার কিনলে আপনি অবশ্যই সেই রাউটার থেকে ভালো সার্ভিস পাবেন। তাই আপনার বাজেট ২০০০ টাকা হলে অবশ্যই আপনি ভাল রাউটার নেওয়ার চেষ্টা করবেন। কারণ মার্কেটে ১০০০ থেকে ১২০০ হাজার টাকার মধ্যে ভালো রাউটার খুব বেশি দেখা যায় না।
তাছাড়া ১৫০০ টাকার মধ্যে রাউটার কিনলেও অনেক সময় দেখা যায় ভালো সার্ভিস দিতে পারে না। তবে চলুন দেখে নেওয়া যাক 2000 হাজার টাকার মধ্যে ভালো রাউটার গুলো কি কি রয়েছে।
ব্র্যান্ড মডেল মূল্য
TP-Link TP-Link TD-W8961N 300Mbps Wireless ADSL2 Modem Router ৳ 1,890
TP-Link Tp-Link Archer C20 Ac750 Wireless Dual-Band Router Wifi Router ৳ 2,120
Xiaomi Mi router 4a ( gigabite edition) 1200 mbps dubal band global version ৳ 1,999
Cudy Cudy WR1200 AC1200 Dual Band Smart Wi-Fi Router - 5dBi High Gain Antennas - 867Mbps at 5GHz and 300Mbps at 2.4GHz ৳ 2,399
Tenda Tenda AC5 AC1200 Smart Dual-Band Wi-Fi Router ৳ 2,199
TP-Link Honestime Presents Tenda F6 300Mbps N300 4 Antenna Wifi Router ৳ 1,799
Mercusys Mercusys AC10 AC1200 1200Mbps 4 Antenna Dual Band Wifi Router ৳ 1,885
Tenda Tenda F3 300Mbps 3 Antenas Wireless WiFi Router ৳ 1,800
Tenda Tenda AC5 AC1200 Smart Dual-Band WiFi Router ৳ 2,350
Mercusys Mercusys Mw330Hp High Power Wireless N Router - Router ৳ 1,990

টিপি লিংক রাউটার দাম

টিপি লিংক রাউটার দাম বর্তমানে অন্য ব্র্যান্ডের রাউটারের তুলনায় দাম একটু বেশি থাকে। এর অন্যতম কারণ হচ্ছে টিপি লিংক রাউটার গুলো সব সময় ভালো সার্ভিস প্রদান করে। তাছাড়া রাউটার গুলো ভালো কভারেজ দিতে পারে। তাছাড়া টিপি লিংকের ইউজার ইন্টারফেস অনেক সহজ। গ্রাহক খুব সহজেই রাউটার সেটআপ দিতে পারে। 
কানেকশন এর ক্ষেত্রেও রাউটারটি খুব দ্রুত কানেক্ট হয়ে যায়। তাই রাউটারের ভ্যালু হিসেবে টিপি লিংক বাংলাদেশ জনপ্রিয়। টিপি লিংক বাংলাদেশের মার্কেটে থেকে থাকার কারণে এটি খুব জনপ্রিয়তা লাভ করেছে যার কারণে টিপি লিংক রাউটার দাম সবসময় বেশি থাকে। নিচে টিপি লিংক রাউটারের দাম কত 2024 উল্লেখ করা হলো।
TP-Link মডেল মূল্য
TP-Link TP-Link Archer C6 V4 - Supports 802.11 AC Standard - Simultaneous 2.4GHz 400 Mbps - MU-MIMO Dual WiFi Router ৳ 3,560
TP-Link TP-Link Archer C64 AC1200 Wireless MU-MIMO Gigabit WiFi Router
TP-Link TP-Link Archer C80 AC1900 Wireless Mu-Mimo Gigabit Wi-Fi Router ৳ 4,189
TP-Link Tp-Link Archer C20 Ac750 Wireless Dual-Band Router Wifi Router ৳ 2,120
TP-Link TP-Link TL-WR841N 300Mbps Wireless-N Wi-Fi Router ৳ 1,619
TP-Link TP-Link TL-WR850N 300Mbps Wireless N-Wi-Fi Router ৳ 1,439
TP-Link TP-Link TL-WR845N 300 Mbps Wireless Wi-Fi Router ৳ 1,699
TP-Link TP-Link Archer AX12 Wi-Fi 6 Dual Band Gigabit Router AX1500 ৳ 4,618
TP-Link TP-Link Archer AX53 AX3000 Dual Band Gigabit Wi-Fi 6 Router ৳ 7,330
TP-Link Tp-Link Archer C20 ৳ 2,299
TP-Link TP-Link XC220-G3 AC1200 Wireless XPON ONU Router Up to 1.2Gbps Wi-Fi Speed, 300Mbps 2.4GHz, 867Mbps 5GHz Dual Band Gigabit with EasyMesh ৳ 3,550
TP-Link TP-Link EC220-G5 AC1200 Wireless Dual Band Gigabit Router with Easymesh and Aginet Support ৳ 2,950
TP-Link TP-Link TL-MR100 300 Mbps Wireless N 4G LTE Router ৳ 4,250
TP-Link TP-Link Archer C54 AC1200 Wireless Dual Band Router with 2x2 MiMo and App Support ৳ 3,500
TP-Link TP-Link TD-W8961N 300Mbps Wireless ADSL2 Modem Router ৳ 1,890

ভালো রাউটার চেনার উপায়

ভালো রাউটার চেনার উপায় অনেকগুলো উপায় রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কোন ব্যান্ডের রাউটার, কয়টি অ্যান্টেনা রয়েছে, ল্যান্ড পোর্টস, ওয়াইফাই ভার্সন, কত গিগাহার্জ বা কত mbps সাপোর্ট করে, রাউটারটা কি ডুয়েল ব্যান্ড সাপোর্ট করে না সিঙ্গেল ব্যান্ড. প্রটোকল, কত ফিট বা কত মিটার কভারেজ দিতে পারে, সিকিউরিটি সিস্টেম এছাড়াও আরো অন্যান্য বিষয়বস্তুর উপর নির্ভর করে ভালো রাউটার চেনা যায়

আপনি রাউটার কেনার সময় অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে আগে জেনে নিবেন তারপরে রাউটার কিনতে যাবেন। কারণ যখনই আপনি রাউটারের এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন তখন আপনি রাউটার কিনতে গেলে কখনোই দোকানের কাছে ঠকবেন না। আর রাউটারগুলো আপনার থেকে কি বেশি দাম নিচ্ছে নাকি এইগুলো ধরে ফেলতে পারবেন। 
তাই অবশ্যই আপনাকে ভালো রাউটার চেনার উপায় সম্পর্কে জানতে হবে। এছাড়াও আপনি ভালো রাউটার চেনার জন্য google কিংবা ইউটিউবে আপনার নির্দিষ্ট মডেলের সাপোর্ট করে না সিঙ্গেল ব্যান্ড বা কেমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুঁটিনাটি জানতে পারবেন। তাই অবশ্যই অবশ্যই ভালো রাউটার কেনার আগে ভালো রাউটার চেনার উপায়গুলো সম্পর্কে জেনে নিতে হবে।

রাউটার দাম কত বাংলাদেশ

রাউটার দাম কত বাংলাদেশ অনেকেই আপনারা জানতে চান! আপনি আপনার বাজেট অনুযায়ী বিভিন্ন দামের মধ্যে রাউটার পেয়ে যাবেন। আপনার বাজেট বেশি হলে আপনি ভালো রাউটার কিনতে পারবেন আর বাজেট কম হলে একটু কম ফিচার যুক্ত রাউটার গুলো পেয়ে যাবেন।

বর্তমানে বাংলাদেশের মার্কেটে এক হাজার টাকা থেকে শুরু করে ১০-১২ হাজার টাকা দামের রাউটার রয়েছে। তাই রাউটারের দাম কত তার নির্দিষ্ট ভাবে বলা যায় না। এর প্রধান কারণ হলো বহির্বিশ্বের সঙ্গে তুলনা করে রাউটারের দাম নির্ধারণ করা হয়ে থাকে।
কোন সময় দাম কমতেও পারে আবার বাড়তেও পারে এটা সম্পূর্ণ নির্ভর করে ডলারের মূল্যের উপর নির্ধারণ করে। তা আপনি যদি রাউটারের দাম সম্পর্কে সঠিক ধারণা নিতে চান তাহলে আপনি অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে কিংবা সরাসরি মার্কেটে ভিজিট করেও রাউটারের দাম যাচাই-বাছাই করতে পারবেন।

আর রাউটার কেনার সময় অবশ্যই বেশ কয়েকটি দোকান যাচাই-বাছাই করে কেনার চেষ্টা করবেন। এতে করে আপনি সঠিক দাম দিয়ে সঠিক পণ্যটি কিনতে পারবেন।

শেষ কথা

পরিশেষে একটা কথাই বলতে চাই, আপনাদের বাজেট যেমনই হোক না কেন সব সময় চেষ্টা করবেন ১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার কেনার। যদি আপনাদের বাজেট এমন হয় যে ১০০০ টাকার মধ্যে ভালো রাউটার কিনতে হবে তাহলে দেখে শুনে নিতে পারেন।

আর যদি বাজেট 2000 টাকার মধ্যে রাউটার কেনার হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো একটি চয়েস হবে। তাই সবসময় চেষ্টা করবেন টাকা বেশি লাগলেও ভালো রাউটার কেনার।

কারণ একটি ভালো রাউটার আপনাকে সবদিক থেকে ভাল সার্ভিস দেবে এবং দীর্ঘস্থায়ী হবে। আর অবশ্যই রাউটার কেনার সময় যাচাই-বাছাই করে নেবেন। ধন্যবাদ💓



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url