পাসপোর্ট করার নিয়ম ও খরচ ২০২৪

 

পাসপোর্ট করার নিয়ম ও খরচ সম্পর্কে তথ্য জানা আপনার জন্য খুবই প্রয়োজনীয়। কারণ ২০২৪ সালে আপনি যদি পাসপোর্ট করতে চান তাহলে এই বিষয়ে আপনাকে জানতেই হবে।
আর কিভাবে আবেদন করতে হয় আর খরচ ই বা কত? তো চলুন জেনে নেওয়া যাক পাসপোর্টের জন্য কিভাবে আবেদন করতে হয়।

সূচিপত্র ঃ পাসপোর্ট করার নিয়ম ও খরচ ২০২৪

পাসপোর্ট অনলাইনে আবেদনের নিয়ম 

প্রথমে আপনাকে যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তারপর গুগলের সার্চ বারে গিয়ে E-Passport এই ওয়েবসাইটটিতে ঢুকতে হবে। এই ওয়েবসাইটে আসার পর আপনারা প্রথমেই দেখতে পারবেন Apply Online for e-Passport/ Re-issue এই অপশন টিতে ক্লিক করতে হবে। তারপরঃ
  • Step 1 : Check availability of e-Passport in your region এইখানে নিচে আপনার জেলার নাম ও থানার নাম সিলেক্ট করে 'Continue' বাটনে ক্লিক করুন।
  • Step 2 : Enter your email address এইখানে নিচে আপনার ইমেইল এড্রেস দিয়ে I am human লেখা ছোট বক্সে টিক দিয়ে 'Continue' বাটনে ক্লিক করুন।
  • Step 3 : Enter your account information এইখানে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। তারপর আপনার NID বা জন্মনিবন্ধনের সঙ্গে মিল রেখে আপনার নামSurname দিতে হবে। শেষে আপনার +880 যুক্ত কোড সিলেক্ট করে ফোন নাম্বার দিয়ে 'Create Account' বাটনে ক্লিক করুন।
  • Step 4 : Active e-Passport account এখানে আপনার দেয়া ইমেইলের ও  'spam' ফোল্ডারে একটা লিংক পাঠানো হবে আর ঐ লিংকে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট এক্টিভ হয়ে যাবে।
  • Step 5 : Account sign up করে Apply for a new e-Passport বাটনে ক্লিক করে Passport Type সিলেক্ট করুন।তারপর আপনার নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, আপনার পেশা, ফোন নম্বর ইত্যাদি সকল তথ্য দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি চাইলে অনলাইনে বিকাশ, নগদ, রকেট বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তাছাড়া নির্দিষ্ট কিছু ব্যাংক উল্লেখ করা আছে সেইগুলোতেও টাকা পেমেন্ট করতে পারবেন।

পাসপোর্ট করার নিয়ম ও কাগজপত্র

অনলাইন আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমাদের পাসপোর্ট অফিসে যাওয়ার তারিখ আমাদের অ্যাকাউন্টে দেখতে পারব। আর সেখানে গিয়ে আমাদেরকে স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ এবং সহ আরো অনেক কাগজপত্র লাগবে।

  1. প্রথমত অনলাইন আবেদন ফ্রম, অনলাইন পেমেন্ট স্লিপ এবং চলান কপি ডাউনলোড করতে হবে।
  2. দ্বিতীয়ত আপনার নিজের ছবি ও NID কার্ডের একটা ফটোকপি লাগবে। আর আপনি যদি প্রাপ্তবয়স্ক না হয়ে থাকেন তাহলে সে ক্ষেত্রে আপনাকে জন্ম নিবন্ধনের ফটোকপি দিতে হবে।
  3. তৃতীয়ত হচ্ছে আপনার পিতামাতার ছবি ও NID কার্ডের ফটোকপি লাগবে।
  4. চতুর্থ টি হচ্ছে আপনার একটি নাগরিকত্ব সনদপত্র লাগবে যেটা কিনা আপনি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে নিতে হবে।
  5. পঞ্চম টি হচ্ছে আপনার পেশার সনদপত্র। যেমনঃ আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স এর ফটোকপি দিতে হবে। আর আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সেই প্রতিষ্ঠানের একটি প্রত্যয়ন পত্র দিতে হবে। এছাড়া আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সে ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি অথবা এইচএসসি বা এইচএসসির সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে। এছাড়া আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে আপনার জমির কর সাবমিট করে দিবেন। আর আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে একটি বেকারত্ব সনদপত্র পাওয়া যায় সেটি চাইলেও আপনি যুক্ত করতে পারেন।
  6. ষষ্ঠ টি হচ্ছে ইতিপূর্বে যদি আপনার কোন পাসপোর্ট থেকে থাকে তাহলে ঐ পাসপোর্টের মূল কপি এবং ফটোকপি আপনাকে জমা দিতে হবে।
  7. এবং সপ্তম টি হচ্ছে আপনার বাড়ির ঠিকানার প্রমাণ পত্র। যেমনঃ হতে পারে আপনার বাড়ির বিদ্যুৎ বিল।
  8. সর্বশেষ অষ্টম  টি হচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার বিবাহের কাবিন নামার ফটোকপি অথবা বিবাহ রেজিস্ট্রেশনের ফটোকপি জমা দিতে হবে।

উপরোক্ত ডকুমেন্টগুলো গুলো পাসপোর্ট অফিসে সম্পূর্ণ হলে আপনাকে ডেলিভারি স্লিপ দেওয়া হবে। তারপর কাগজপত্র ঠিক থাকলে কিছুদিন পর আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। তারপরেই আপনার পাসপোর্ট প্রিন্ট হয়ে যাবে। কিছুদিন পরেই আপনার ফোনে মেসেজ চলে আসবে পাসপোর্ট অফিস থেকে। আর আপনাকে ডেলিভারি স্লিপ নিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্টটি সংগ্রহ করতে হবে।

ই পাসপোর্ট করতে কত টাকা লাগে

বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট এর মেয়াদ ৫ বছর এবং ১০ বছর হয়ে থাকে এবং এর মেয়াদের উপর নির্ভর করে পাসপোর্টের ফি কত টাকা হবে। নিচে ই পাসপোর্ট করতে কত টাকা লাগে তা দেওয়া হলোঃ

ই পাসপোর্ট ৪৮ পৃষ্ঠা ৫ বছরের মেয়াদ সহ নিয়মিত ডেলিভারি

  • নিয়মিত ডেলিভারি : ৪,০২৫ টাকা
  • এক্সপ্রেস ডেলিভারি : ৬,৩২৫ টাকা
  • সুপার এক্সপ্রেস ডেলিভারি : ৮,৬২৫ টাকা

ই পাসপোর্ট ৪৮ পৃষ্ঠা ১০ বছরের মেয়াদ সহ নিয়মিত ডেলিভারি

  • নিয়মিত ডেলিভারি : ৫,৭৫০ টাকা
  • এক্সপ্রেস ডেলিভারি : ৮,০৫০ টাকা
  • সুপার এক্সপ্রেস ডেলিভারি : ১০,৩৫০ টাকা

ই পাসপোর্ট ৬৪ পৃষ্ঠা ৫ বছরের মেয়াদ সহ নিয়মিত ডেলিভারি

  • নিয়মিত ডেলিভারি : ৬,৩২৫ টাকা
  • এক্সপ্রেস ডেলিভারি : ৮,৬২৫ টাকা
  • সুপার এক্সপ্রেস ডেলিভারি : ১২,০৭৫ টাকা

ই পাসপোর্ট ৬৪ পৃষ্ঠা ১০ বছরের মেয়াদ সহ নিয়মিত ডেলিভারি

  • নিয়মিত ডেলিভারি : ৮,০৫০ টাকা
  • এক্সপ্রেস ডেলিভারি : ১০,৩৫০ টাকা
  • সুপার এক্সপ্রেস ডেলিভারি : ১৩,৮০০ টাকা

ই পাসপোর্ট পেতে কতদিন লাগে 

পাসপোর্ট সাধারণত নির্ভর করে আপনার আবেদনের উপর। আপনার আবেদন  যদি নিয়মিত ডেলিভারি হয়ে থাকে তাহলে আপনি ১৫ থেকে ২১ দিনের মধ্যে পেয়ে যাবেন। আর আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি আবেদন করে থাকেন তাহলে ৭ থেকে ১০ দিনের মধ্যে পেয়ে যাবেন। আর আপনি যদি সুপার এক্সপ্রেস ডেলিভারি আবেদন করে থাকেন তাহলে ২ থেকে ৩ দিনের মধ্যে পেয়ে যাবেন।

শেষ কথা

পরিশেষে বলা যায় যে, আপনি পাসপোর্টের জন্য আবেদন ঘরে বসেই খুব সহজে করতে পারছেন। পাসপোর্ট করার জন্য আপানকে দালালের কাছে গিয়ে করতে হচ্ছে না। উপরোক্ত নিয়মে আপনি যদি পাসপোর্টের জন্য আবেদন করেন তাহলে আপনার বাড়তি কোনো টাকা লাগছে না। তাছাড়া আপনি ঝামেলা ছাড়া খুব কম সময়ের মধ্যেই পাসপোর্টটি পেয়ে যাচ্ছেন। ধন্যবাদ💗

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url